উদ্যোগ

উদ্যোক্তাদের জন্য ‘উদ্যোক্তা বিশ্বকাপ বাংলাদেশ ২০২৫’

ক.বি.ডেস্ক: দেশের নতুন উদ্যোক্তাদের আইডিয়া তুলে ধরা, গ্লোবাল বিনিয়োগকারী ও মেন্টরদের সঙ্গে নেটওয়ার্কিং স্থাপন এবং বাংলাদেশের স্টার্টআপ ইকোসিস্টেমকে বিশ্বমানে পরিচিত করার লক্ষ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতা ‘উদ্যোক্তা বিশ্বকাপ বাংলাদেশ ২০২৫’-এর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য: www.genglobal.org/ewc এই লিংকে এবং অংশগ্রহণকারীরা ই-মেইল যোগাযোগ করতে পারবেন: kmripon@genglobal.org এই ঠিকানায়।

‘উদ্যোক্তা বিশ্বকাপ বাংলাদেশ ২০২৫’ বিশ্বের অন্যতম বৃহৎ স্টার্টআপ পিচিং প্রতিযোগিতা, যেখানে অংশগ্রহণকারীরা তাদের উদ্ভাবনী ধারণা ও ব্যবসায়িক পরিকল্পনা উপস্থাপন করে ৩ মিলিয়ন মার্কিন ডলার সমমূল্যের পুরস্কার এবং বিনিয়োগ সুবিধা জয়ের সুযোগ পাবে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে আইডিয়া স্টেজ, আর্লি স্টেজ এবং গ্রোথ স্টেজ- এই তিনটি ক্যাটাগরিতে স্টার্টআপদের নির্বাচন করা হবে।

গতকাল সোমবার (২৮ এপ্রিল) ঢাকার ধানমন্ডিস্থ ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত ‘উদ্যোক্তা বিশ্বকাপ বাংলাদেশ ২০২৫’ আযোজনের প্রাক্কালে সংবাদ সম্মেলনে এ সব তথ্য জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন জিইএন বাংলাদেশ চেয়ারম্যান ড. মো. সবুর খান, প্রথম আলোর ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান সমন্বয়ক মুনির হাসান, ড্যাফোডিল পরিবারের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মোহাম্মদ নুরুজ্জামান, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শওকত হোসেন এবং জিইএন বাংলাদেশ ম্যানেজিং ডিরেক্টর কে এম হাসান রিপন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) এবং গ্লোবাল অ্যান্ট্রেপ্রেনারশিপ নেটওয়ার্ক (জিইএন) বাংলাদেশ। এই বিশ্বকাপ বাংলাদেশি স্টার্টআপ ইকোসিস্টেমের জন্য একটি বিশাল সুযোগ, যেখানে উদ্যোক্তারা বিশ্বব্যাপী বিনিয়োগকারী, পরামর্শক ও প্রযুক্তি বিশেষজ্ঞদের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারবে।

‘উদ্যোক্তা বিশ্বকাপ বাংলাদেশ ২০২৫’- এর জাতীয় আয়োজক জিইএন বাংলাদেশ, বাংলাদেশ ভেঞ্চার ক্যাপিটাল লিমিটেড, নলেজ ভেইল এবং ডিআইইউ’র ইনোভেশন এবং উদ্যোক্তাবৃত্তি বিভাগ। অংশীদার প্রতিষ্ঠান মাইক্রোসফট, নিওম (NEOM) এবং মনসহাট (Monshaat)।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *