ঈদ বাজারে স্মার্টফোনে মূল্যছাড় ও অফারের ছড়াছড়ি

আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে বিভিন্ন স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো মূল্যছাড়, অফার ও উপহার ঘোষণা করেছে। প্রতিষ্ঠানগুলো ঈদ উপলক্ষ্যে নিয়ে আসে নতুন মডেলের বিশেষ ফিচার সংবলিত ফোন। অনেকেই নতুন পোশাকের পাশাপাশি ঈদের কেনাকাটার তালিকায় রেখেছেন স্মার্টফোন। পছন্দের স্মার্টফোন কিনতে আগ্রহী অনেক ক্রেতা। অনেক ক্রেতাই অপেক্ষা করে থাকে ঈদে পুরোনো ফোনটা বদলে একটা নতুন মোবাইল নিতে।
ঈদ মানেই আনন্দ; আর সে আনন্দ প্রিয়জনদের সঙ্গে ভাগাভাগি করলে ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে যায়। আর মাত্র কয়েকদিন পর এ দেশের মানুষ উদযাপন করবে মুসলিম জাহানের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদ উদযাপনের এই আনন্দ বহুগুণে বাড়িয়ে তুলতে স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানগুলো আকর্ষণীয় ঈদ অফার নিয়ে আসে। ঈদে স্মার্টফোনের বাজার ও কোম্পানিগুলোর নানারকম ছাড় উপহার নিয়ে বিস্তারিত লিখেছেন ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ (তুষার)
‘ঈদের আগেই ঈদের খুশি’ ভিভোর স্মার্টফোনে ঘড়ি উপহার
ঈদ-উল-ফিতর উপলক্ষে ভিভো নিয়ে এলো বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের আগেই ঈদের খুশি’। ঈদের আগেই শুরু হওয়া এই ক্যাম্পেইনে ভিভোর জনপ্রিয় স্মার্টফোনগুলোর সঙ্গে থাকছে দারুণ সব অফার। ভিভো ভি৪০ ক্রয়ে উপহার হিসেবে পাবেন রিরো ডব্লিউ১ ওয়াচ। ভিভো ভি৪০ লাইটের সঙ্গে থাকছে রিরো এল১৫। ওয়াই সিরিজের বিভিন্ন মডেলের ওপর থাকছে আকর্ষণীয় উপহার। ভিভো ওয়াই২৯ ক্রয়ে পাচ্ছেন রিরো বি১০ নেকবেন্ড উপহার। অফারটি সীমিত সময়ের জন্য প্রযোজ্য।
‘ঈদ আনন্দ সবার ঘরে, অপো মেগা ঈদ অফারে’
ঈদ-উল-ফিতর উপলক্ষে অপো বিশেষ ঈদ মেগা গিফট ক্যাম্পেইন ঘোষণা করেছে। বিশেষ এই ক্যাম্পেইন চলবে ঈদের দিন পর্যন্ত এবং এই ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা তাদের চাহিদা উপযোগী দারুণ সব ডিল ও অফার উপভোগ করতে পারবেন। অপো মেগা লটারি অফার ঘোষণা করেছে। এতে অংশ নিয়ে ক্রেতারা ১ লাখ টাকা সমমূল্যের গৃহস্থলি উপকরণ (হোম এপ্লায়েন্স), অপো প্যাড, অপো ওয়াচ অথবা ‘বাই ১, গেট ওয়ান ১’, ডিল উপভোগ করতে পারবেন।
অপো নির্দিষ্ট কিছু মডেলের স্মার্টেফোন রেনো১২এফ এর সঙ্গে বিশেষ হুডি; রেনো১৩এফ এর সঙ্গে বিশেষ ব্যাগ এবং এ৫ প্রো এর সঙ্গে অপো সুপার শিল্ড কার্ড পাবেন। একটি অনলাইন লটারির মাধ্যমে মেগা গিফট লটারির বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। অপো এ৩এক্স, এ৬০, রেনো সিরিজ এবং নতুন উন্মোচন হওয়া অপো এ৫ প্রো সহ বিভিন্ন ডিভাইসের ক্ষেত্রে প্রযোজ্য।
‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’- ক্যাশব্যাক ও স্মার্টফোন জেতার সুযোগ
ঈদ-উল-ফিতর উপলক্ষে ইনফিনিক্স নিয়ে এসেছে বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশি, ইনফিনিক্সে বেশি’। এই ক্যাম্পেইনে রয়েছে নিশ্চিত ক্যাশব্যাক, সঙ্গে থাকছে নিশ্চিত উপহার ও বিশেষ সারপ্রাইজ জেতার সুযোগ। ইনফিনিক্সের নির্দিষ্ট মডেলের স্মার্টফোন কিনলে গ্রাহকরা এই অফার পাবেন। ঈদ আনন্দকে আরও রঙিন করতে ইনফিনিক্সের এই বিশেষ ক্যাম্পেইন চলবে আগামী ১ এপ্রিল পর্যন্ত।
ইনফিনিক্সের নোট ৪০এস, হট ৫০ প্রো প্লাস, হট ৫০ প্রো, হট ৫০ আই এবং স্মার্ট ৯– এই নির্দিষ্ট মডেলগুলোর যেকোনো একটি কিনলেই গ্রাহকরা এই ক্যাম্পেইনে অংশ নিতে পারবেন। স্মার্টফোন ক্রয়ে নিশ্চিতভাবে ১০০ টাকা থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। জিততে পারেন নতুন ইনফিনিক্স স্মার্টফোন কিংবা কক্সবাজার ভ্রমণের জন্য কাপল টিকিট।
শাওমি ‘ঈদ উইথ মি’
ঈদ-উল-ফিতর উপলক্ষে শাওমি ‘ঈদ উইথ মি’ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। নির্দিষ্ট মডেলের শাওমি স্মার্টফোন ক্রয়ে থাকছে ৪৫% পর্যন্ত বিশাল মূল্যছাড়! ক্যাম্পেইন চলবে ৩১ মার্চ পর্যন্ত।
মূল্যছাড়ের আওতায় থাকছে রেডমি বাডস ৫এ মাত্র ১৪৯৯ টাকায় (পূর্ব মূল্য ২৭৯৯ টাকা)। রেডমি বাডস ৫সি ১৯৯৯ টাকায় (পূর্ব মূল্য ৩৪৯৯)। পোকো পডস ১১৯৯ টাকায় (পূর্ব মূল্য ১৯৯৯ টাকা)। রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ ২৯৯৯ টাকায় (পূর্ব মূল্য ৪৪৯৯ টাকা)। রেডমি ওয়াচ ৫ লাইট ৪৪৯৯ টাকায় (পূর্ব মূল্য ৬৪৯৯ টাকা)।এই অফার পেতে হলে শাওমির অথোরাইজড স্টোর, পিকাবু অথবা গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে নির্দিষ্ট মডেলের ফোন কিনতে হবে।
‘১০০/১০০ ঈদের ফিল, গ্যালাক্সিতে সেরা ডিল’
ঈদ-উল-ফিতর উপলক্ষে আকর্ষণীয় অফার ‘১০০/১০০ ঈদের ফিল, গ্যালাক্সিতে সেরা ডিল’ ঘোষণা করেছে স্যামসাং। সীমিত সময়ের জন্য চলা এ অফারের আওতায় স্যামসাংয়ের এস সিরিজ থেকে শুরু করে এ সিরিজের বিভিন্ন স্মার্টফোন ক্রয়ে ক্রেতারা পাবেন বিশাল মূল্যছাড়। গ্যালাক্সি এ১৬ ফাইভজি থেকে শুরু করে গ্যালাক্সি এস২৫ ফাইভজি আল্ট্রার মতো মডেলগুলো কেনার ক্ষেত্রে ২,০০০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১৭,২০০ টাকা পর্যন্ত মূল্যছাড় সুবিধা পাবেন।
১৭,০০০ টাকার ছাড়ে এস২৫ আল্ট্রা (১২/২৫৬ জিবি) ২,১৯,৯৯৯ টাকায়; ১৭,২০০ টাকা ছাড়ে এস২৪ এফই (৮/২৫৬ জিবি) ১,১৪,৯৯৯ টাকায়; ১৪,০০০ টাকা ছাড়ে এ৫৫ ফাইভজি (৮/১২৮ জিবি) ৬৪,৯৯৯ টাকায় এবং এ৩৫ ফাইভজি (৮/১২৮ জিবি) স্মার্টফোনটি ১২,২০০ টাকা ছাড়ে ৪৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে। এ১৬ ফাইভজি (৮/২৫৬ জিবি), এ১৬ ফাইভজি (৮/১২৮ জিবি) ও এ১৬ ফাইভজি (৬/১২৮ জিবি) স্মার্টফোনে ২,০০০ টাকার মূল্যছাড় রয়েছে। ফোনগুলো যথাক্রমে পাওয়া যাবে ৩২,৯৯৯ টাকা, ২৭,৯৯৯ টাকা ও ২৫,৯৯৯ টাকায়।
টেকনো’র সাথে ‘ঈদের খুশি জমবে বেশি’
ঈদ-উল-ফিতর উপলক্ষে ক্যামন ৩০ (১২জিবি), ক্যামন ৩০এস, স্পার্ক ৩০ এবং স্পার্ক ৩০সি ডিভাইসগুলোর যেকোনো একটি ক্রয় করলেই পাওয়া যাবে আকর্ষনীয় উপহার। থাকছে রিভো ইলেকট্রিক বাইক, টেকনো ফ্যান্টম ভি ফোল্ড২, ফ্যান্টম ফ্লিপ অথবা নগদ সর্বোচ্চ ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক জয়ের সুযোগ। এই অফারটি আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে। একটি মোবাইল নম্বর দিয়ে একবারই পুরস্কার জেতা যাবে।
উপহার জেতার এই দৌড়ে অংশগ্রহণ করতে, আপনার পছন্দের স্মার্টফোনটি কিনুন এবং রিটেইল কোড সংগ্রহ করুন। এরপর, ‘TECNOIMEI1RetailCode’ (টেকনো<স্পেস<আইএমইআই১<স্পেস<রিটেইল কোড) লিখে ২৬৯৬৯ নম্বরে এসএমএস পাঠাতে হবে। এসএমএস পাঠানোর সঙ্গে সঙ্গেই ক্রেতাকে রিপ্লাই এর মাধ্যমে পুরস্কার সম্পর্কে অবহিত করা হবে। অফারটি পেতে বিক্রেতাকে এসএমএসটি দেখিয়ে উপহার বুঝে নিতে পারবেন।