ঈদ উপলক্ষে দুর্দান্ত অফার নিয়ে এলো অনার

ক.বি.ডেস্ক: ঈদের আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে লটারি ক্যাম্পেইন নিয়ে এসেছে অনার। এ ক্যাম্পেইনের মাধ্যমে ক্রেতারা জিতে নিতে পারবেন ইলেকট্রিক স্কুটার, এসি, ফ্রিজ ও ক্যাশব্যাক সহ আকর্ষণীয় সব উপহার। এ ঈদ ক্যাম্পেইন চলবে ঈদের দিন পর্যন্ত।
এ ক্যাম্পেইনের অধীনে, অনুমোদিত অনার ব্র্যান্ড শপ থেকে স্মার্টফোন বা ট্যাবলেট কিনে অংশগ্রহণ করা যাবে বিশেষ এ লটারি ক্যাম্পেইনে। থাকছে ইলেকট্রিক স্কুটারসহ চমকপ্রদ সব উপহার। অন্যান্য পুরস্কারের মধ্যে রয়েছে এয়ার কন্ডিশনার, অনার প্যাড এক্স৯ এলটিই, ডিপ ফ্রিজ, অনার ব্যাকপ্যাক, অনার এক্স৭ লাইট বাডস সহ ১০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক।
অনারের ডিভাইস কিনে প্রিয়জনকে উপহার দিন স্মার্ট ডিভাইস। আধুনিক ডিজাইন, শক্তিশালী ব্যাটারি, চমৎকার সফটওয়্যার ও অসাধারণ ফিচারের অনার স্মার্টফোন এখন পাওয়া যাচ্ছে হাতের নাগালেই, সঙ্গে রয়েছে দারুণ সব পুরস্কার জয়ের সুযোগ। ভিজিট করুন আপনার নিকটস্থ অনার ব্র্যান্ড শপে।