ঈদ আনন্দ বাড়াতে বাংলালিংকে দুর্দান্ত সব অফার

ক.বি.ডেস্ক: আর মাত্র কয়েকদিন পর ঈদ। এই ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে আকর্ষণীয় সব অফার ও সুযোগ-সুবিধা নিয়ে এসেছে বাংলালিংক। নিরবচ্ছিন্ন সংযোগ এবং বিনোদন নিশ্চিত করার জন্য তৈরি করা এই বিশেষ অফারগুলো ঈদ পর্যন্ত কার্যকর থাকবে। বাংলালিংক এই ঈদে অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য একচেটিয়া ছাড় ও সুযোগ-সুবিধা প্রদান করছে। উৎসবের প্রতিটি মুহূর্তকে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন কানেক্টিভিটির মাধ্যমে উপভোগ্য করে তুলতে বাংলালিংক দিচ্ছে বিভিন্ন ডিজিটাল সেবা এবং আকর্ষণীয় সব অফার।
অরেঞ্জ ক্লাব সদস্যরা স্বপ্নডটকম থেকে ৭% এবং চালডালডটকম থেকে ৫% পর্যন্ত ছাড় পাবেন। ‘বাই ওয়ান গেট থ্রি’ অফার থেকে শুরু করে শেরাটন ঢাকা, ইন্টারকন্টিনেন্টাল ঢাকা, ওয়েস্টিন ঢাকা ও রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের মতো ৫-তারকা হোটেলে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে। ফ্যাশন ও লাইফস্টাইলে বিভিন্ন শীর্ষস্থানীয় ফ্যাশন ব্র্যান্ডে ২০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে, সঙ্গে সেলুন ও বিউটি ক্লিনিকে বিশেষ অফার। ইউএস-বাংলা এয়ারলাইন্স, সহজ ও শেয়ারট্রিপে ফ্লাইট ও ট্রাভেল বুকিংয়ের ক্ষেত্রে ১৪ শতাংশ ছাড়।
বাংলালিংক এর মাইবিএল অ্যাপের মাধ্যমে টিকিট বুক সুবিধা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাওয়া যাবে। অ্যাপটি মাত্র ১০ মিনিটের মধ্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা, ভার্চুয়াল ডাক্তারের পরামর্শ (২৪/৭), মানসিক স্বাস্থ্য সহায়তা ও দীর্ঘমেয়াদি রোগ ব্যবস্থাপনার মতো সেবা দিতে সক্ষম। মাইবিএল অ্যাপে এই রমজানে প্রয়োজনীয় সবকিছু এখন হাতের নাগালে।
বাংলালিংক কোনো স্পিড লিমিট থাকবে না এমন আনলিমিটেড ইন্টারনেট প্যাক, ২ মাসের মেয়াদসহ ১০০ জিবি প্যাক (মাসে ৫০ জিবি), ১ বছরের মেয়াদসহ ১৫০ জিবি প্যাক এবং আনলিমিটেড মেয়াদসহ ৭৫ জিবি পর্যন্ত ইন্টারনেট প্যাক চালু করেছে। গ্রাহকরা ১ পয়সা/সেকেন্ড কল রেটে কথা বলতে পারবেন। বাংলালিংক তিন দিন মেয়াদী ফেসবুক, ইমো, টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপে আনলিমিটেড অ্যাক্সেস সহ সোশ্যাল প্যাক অফার নিয়ে এসেছে; সঙ্গে থাকছে ইউটিউব ও টিকটক ব্যবহার করার জন্য আনলিমিটেড স্ট্রিমিং প্যাক অফার।