উদ্যোগ

ঈদে ‘কোথাও যেতে চাও পাঠাও রেন্টালস-Book Now!’

ক.বি.ডেস্ক: ঈদের ছুটিকে আরও স্পেশাল করতে পাঠাও উন্মোচন করেছে আকর্ষণীয় ক্যাম্পেইন ‘ঈদে কোথাও যেতে চাও, পাঠাও রেন্টালস Book Now!’. আপনি যেখানেই যান না কেন, পাঠাও রেন্টালস আপনাকে নিয়ে যাবে নিরাপদে এবং আরামে। আপনি যদি গ্রামের বাড়ি, পরিবার নিয়ে ঘুরতে, কিংবা ঈদের ভিড়ে গাড়ি খুঁজে থাকেন, পাঠাও রেন্টালস আছে আপনার পাশে।

পাঠাও রেন্টালস-এ আছে বিভিন্ন ধরনের গাড়ি, প্রশিক্ষিত ড্রাইভার এবং সহজ অ্যাপ ও কল ভিত্তিক বুকিং সিস্টেম। প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে বাড়তি কোনো খরচ ছাড়াই নিশ্চিন্তে ও আরামে চলে যেতে পারবেন পাঠাও রেন্টালস-এ।

পাঠাও রেন্টালসে গাড়ি বুক করার সহজ উপায়:
প্রথমে পাঠাও অ্যাপ খুলুন। ‘রেন্টালস’ অপশনে ক্লিক করুন। আপনার পছন্দের গাড়ি বেছে নিন- অনেক রকম গাড়ি আছে। সময় ঠিক করুন- ঘণ্টা, দিন বা যতদিন দরকার। বুকিং কনফার্ম করুন এবং অনলাইনে পেমেন্ট করুন। এবার নিশ্চিন্তে থাকুন এবং পাঠাও রেন্টালস-এর সঙ্গে ঈদের যাত্রা উপভোগ করুন।

পাঠাও রেন্টালস-এর মাধ্যমে ইউজাররা পাবেন সেডান, এসইউভি, মাইক্রোবাস সহ বিভিন্ন ধরনের গাড়ি বেছে নেয়ার সুযোগ, দক্ষ চালক, রাউন্ড ট্রিপ এবং বাড়তি খরচ ছাডা অ্যাপ ও কলের মাধ্যমে সহজে বুকিং-এর সুবিধা। পাঠাও অ্যাপের মাধ্যমে অথবা ০৯৬৭৭৭০০০০০ নম্বরে কল দিলেই খুব সহজে গাড়ি ভাড়া দেয়। বুকিং এখনও চলছে, তাই বাংলাদেশের যেকোনো প্রান্তে আরামে যেতে কল করুন এখনই!

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *