‘ই-বিজনেস সলিউশন আর্কিটেক্ট-২০২৪’ অর্জন টেকাবাইট’র - computerbichitra.com
সাম্প্রতিক সংবাদ

‘ই-বিজনেস সলিউশন আর্কিটেক্ট-২০২৪’ অর্জন টেকাবাইট’র

ক.বি.ডেস্ক: ডিজিটাল মার্কেটিংয়ে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে চলতি বছর ‘মারটেক অ্যাওয়ার্ডস বেস্ট ডিজিটাল মার্কেটিং ই-বিজনেস সলিউশন আর্কিটেক্ট ২০২৪’ অর্জন করেছে দেশীয় ই-বিজনেস সেবা দানকারী প্রতিষ্ঠান টেকাবাইট সলিউশন্স।

টেকাবাইট সলিউশন্স ২০১৮ সাল থেকে বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠানে মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি, এসইও, সোশ্যাল মিডিয়া মার্কেটিংসহ বিভিন্ন ধরনের ডিজিটাল মার্কেটিং, ওয়েব ও সফটওয়্যার সেবা প্রদান করে আসছে এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানে ব্যবসার সফলতা অর্জনে কাজ করে যাচ্ছে।

টেকাবাইট’র পরিচালক আসিফ মাহমুদ শুভ বলেন, “মার্কটেক অ্যাওয়ার্ডস থেকে এই স্বীকৃতি পেয়ে আমরা আনন্দিত এবং মারটেকের কাছে কৃতজ্ঞ। এই পুরস্কার টেকাবাইট টিমের কঠোর পরিশ্রমের যথাযথ স্বীকৃতি। ডিজিটাল মার্কেটিংয়ের সর্বশেষ ট্রেন্ড ও প্রযুক্তি সম্পর্কে আমরা সবসময়ই আপডেট থাকি। ফলে প্রত্যেক ব্র্যান্ডের জন্য আলাদা আলাদা কৌশল প্রণয়ন আমাদের জন্য সহজ হয়।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *