সাম্প্রতিক সংবাদ

ই-জিপি ব্যবস্থাকে আরও সময়োপযোগী করতে যাচ্ছে সরকার

ক.বি.ডেস্ক: সরকারি ক্রয় আইন শিগগিরই প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সময়োপযোগী করতে যাচ্ছে সরকার। ইলেকট্রনিক গর্ভনমেন্ট প্রকিউরমেন্ট বা ই-জিপি ব্যবস্থাকে সরকার আরও সময়োপযোগী এবং ব্যবহারকারী-বান্ধব করে তোলাকে অগ্রাধিকার দিয়েছে।

গতকাল মঙ্গলবার (৮ এপ্রিল) মৌলভীবাজার জেলার ডিসি কার্যালয়ের সম্মেলন কক্ষে বিপিপিএ আয়োজিত ‘বিপিপিএ কার্যাবলী এবং ই-জিপি সম্পর্কে অভিজ্ঞতা বিনিময়’ বিষয়ক কর্মশালায় এ কথা জানান প্রধান অতিথি প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রণালল বিপিপিএ, আইএমইডি এর প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা আশফাকুর রহমান।

মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেনের সভাপতিত্বে কর্মশালায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বুলবুল আহমদ, বিসিসিপির ডেপুটি সিইও এবং প্রোগ্রাম ডিরেক্টর ড. জিনাত সুলতানা, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা শামীমা খন্দকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. খালেদুজ্জামান, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী আহমেদ আব্দুল্লাহ, জেলা মৎস্য কর্মকর্তা মিজানুর রহমান।

মির্জা আশফাকুর রহমান বলেন, ‘‘সরকার ই-জিপি ব্যবস্থায় সংস্কার আনতে অত্যন্ত আন্তরিক এবং তৎপর। আমরা এমন একটি সরকারি ক্রয় ব্যবস্থা গড়ে তুলতে চাই যা আরও ব্যবহারকারী-বান্ধব হবে এবং তাই আমাদের অগ্রাধিকার এখনই ইতিবাচক পরিবর্তন আনার। বর্তমানে সরকারি ক্রয়ের ৬৫ শতাংশ ই-জিপির মাধ্যমে করা হয়। এখন আর কাজ বিক্রি করার কোনও সুযোগ থাকবে না। কারণ আইন ও বিধি থেকে ১০ শতাংশের যে মূল্যসীমা তার বিধান বাদ দেয়া হচ্ছে। ই-জিপি সম্পূর্ণরূপে কার্যকর করার জন্য ব্যবস্থায় সংস্কার আনার বিষয়ে আরও সুপারিশ করার জন্য স্টেকহোল্ডারদের প্রতি আহ্বান জানান তিনি।’’

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *