সাম্প্রতিক সংবাদ

ই-ক্যাব নির্বাচন: টিম টাইগার ও টিম ইউনাইটেড প্যানেলের আত্মপ্রকাশ

ক.বি.ডেস্ক: দেশের ই-কমার্স খাতের প্রতিনিধিত্বকারী বাণিজ্যিক সংগঠন ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব)-এর ২০২৫-২৭ মেয়াদের ১১ সদস্যের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচন আগামী ৩১ মে অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সংগঠনটির মোট ২,৮৪২ জন সদস্যের মধ্যে ভোটার হয়েছেন ৫০২ জন। নির্বাচনে অংশ নিচ্ছেন ৩৬ জন প্রার্থী, যাদের মধ্যে ২৭ জনই নতুন মুখ।

প্যানেল ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে ভোটারদের মধ্যে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ই-ক্যাব’র এবারের নির্বাচনে সর্বশেষ তথ্যমতে গঠিত হয়েছে দুটি প্যানেল ‘টিম টাইগার’ এবং ‘টিম ইউনাইটেড’। ‘টিম টাইগার’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন গ্রীন ডাটা লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ নুরুজ্জামান। ‘টিম ইউনাইটেড’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন এজিউর কুইজিনের মোছা. জান্নাতুল হক শাপলা। উল্লেখ্য, আগামী ১৮ মে চূড়ান্ত বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই বলা যাবে শেষে কারা থাকছেন এবারের নির্বাচনে। তবে ধারণা করা হচ্ছে এবারে নির্বাচনে আরও একটি প্যানেল হওয়ার সম্ভাবনা রয়েছে।

‘টিম টাইগার’ প্যানেল
এই প্যানেলে রয়েছেন গ্রীন ডাটা লিমিটেডের মোহাম্মদ নুরুজ্জামান; চালডাল ডটকমের জিয়া আশরাফ; মেনসেন মিডিয়ার তৌহিদা হায়দার; অদম্য প্রকাশের মো. নাজিব উল্লাহ; আমার গেজেট ডটকমের মো. সাইফুল ইসলাম; টাকশাল ডটকমের মো. মাহাবুব হাসান; ফার্নিকমের ময়নুল হোসেন; ইপাইকার এক্সটেনসিভ লিমিটেডের শেখ শাফায়াত হোসেন; লন্ডন বাজার বিডির আব্দুস ছালাম; এটোভা টেকনোলজির ফেরদৌস আলম এবং টপ মোরের কাজী মুকিতুজ্জামান।

প্যানেল প্রধান মোহাম্মদ নুরুজ্জামান বলেন, “ডিজিটাল অর্থনীতির উন্নয়নে দেশের ই-কমার্স খাতকে সর্বোচ্চ কাজে লাগানো এবং ই-ক্যাবের সদস্যদের অর্থায়ন, প্রশিক্ষণসহ সামগ্রিক ব্যবসার পরিবেশ উন্নয়নে কাজ করাই মূল লক্ষ্য। ই-কমার্সের বিস্ময়কর উত্থান বাংলাদেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত খুলে দিয়েছে। তবে এই সম্ভাবনাকে বাস্তবে রূপ দিতে হলে প্রয়োজন সুসংগঠিত নেতৃত্ব, সময়োপযোগী নীতিমালা ও কার্যকর প্ল্যাটফর্ম। বিশ্বজুড়ে ই-কমার্স খাত আজ নীতিনির্ধারক সংগঠনের সুশাসন ও নেতৃত্বের ওপর নির্ভরশীল হয়ে ওঠেছে। ই-ক্যাবের সামনে এখন এই গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চ্যালেঞ্জ ও সুযোগ দুটিই সমানভাবে উপস্থিত।”

‘টিম ইউনাইটেড’ প্যানেল
এই প্যানেলে রয়েছেন এজিউর কুইজিনের মোছা. জান্নাতুল হক শাপলা; ডায়াবেটিস স্টোর লিমিটেডের মোহাম্মদ সাহাব উদ্দিন; পার্পেল আইটি লিমিটেডের ছালেহ আহমদ; নিজল ক্রিয়েটিভের আবু সুফিয়ান নিলাভ ভূইয়া; বিক্রয় বাজার ডটকমের এস এম নুরুন নবী; ক্লিন ফোর্স লিমিটেডের মো. তাসদীখ হাবীব; ক্ষেত খামারের মো. নুর ইসলাম বাবু; নওরিনস মিররের হোসনে আরা নূরী; ওয়ান মল লিমিটেডের সাইফুর রহমান; এক্সপ্রেস ইন টাউন লিমিটেডের সৈয়দ উছ‌ওয়াত ইমাম এবং ইনছেপশণ টেকনোলজিস লিমিটেডের মোহাম্মদ এমরান।

প্যানেল প্রধান মোছা. জান্নাতুল হক শাপলা বলেন, “বাংলাদেশের স্টার্টআপ ও উদ্যোক্তা পরিবেশে ইতিবাচক পরিবর্তনের ঢেউ ওঠেছে। এই পরিবর্তনকে সুশৃঙ্খল করতে এবং আরও কার্যকরভাবে এগিয়ে নিতে টিম ইউনাইটেড একটি বাস্তবভিত্তিক, প্রযুক্তিসম্পন্ন ও টেকসই পরিকল্পনা নিয়ে নির্বাচন করছে। এই প্যানেল উদ্যোক্তাদের অভিজ্ঞতা, সমস্যা ও সম্ভাবনাকে গুরুত্ব দিয়ে একটি সম্মিলিত কণ্ঠস্বর গঠনে বিশ্বাসী। আমরা একটি শক্তিশালী, দায়িত্বশীল ও প্রগতিশীল টিম হিসেবে ই-ক্যাবকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে দৃঢ়প্রতিজ্ঞ। উদ্যোক্তা-পরিবেশ সহজ ও সহানুভূতিশীল করা, প্রযুক্তি ও নীতিগত উদ্যোগ গ্রহণ, উদ্যোক্তাদের অধিকার রক্ষা এবং নারী ও তরুণ উদ্যোক্তাদের অগ্রাধিকার দেয়াই হলো মূল লক্ষ্য।”

স্বতন্ত্র্য ১৪ প্রার্থীরা হলেন
সর্বশেষ তথ্যমতে এবারের নির্বাচনে ১৪ জন স্বতন্ত্র্য প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করছেন। তারা হলেন- রেড কনসেপ্টের জাহিদুজ্জামান সৈয়দ; মাস্টার ইঞ্জিনিয়ারিংয়ের আনোয়ার সাদাত; টপ ট্রেন্ডজের রায়হানা বেগম; এসএম ইন্টারন্যাশনালের মো.সোফায়াত মাহমুদ; মহাসাগর ডট কম লিমিটেড সাইফুল ইসলাম; বিডি এক্সক্লুসিভের মুহাম্মদ ইসমাইল হোসেন; অ্যামেজিং সফটের মো. মহসিন ইকবাল; খোলাবাজারের ফারুক হোসেন; ই-কমার্স ইনফোটেকের খালিদ সাইফুল্লাহ; স্নো এন রেইনের মো. কামরুল আলম; পাকাপেঁপের আব্দুল আলীম চৌধুরী; এম এম লেদারের কাজী মহসিন মমিন; রঙ্গন ইন্টারন্যাশনালের মো ফারুক হোসেন এবং মিনিমালের আসিফ মাহমুদ।

ই-ক্যাব’র এবারের ইসি নির্বাচনে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব তরফদার সোহেল রহমান। সদস্যদ্বয় হলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব মো. হাফিজ-আল-আসাদ ও শাহাদাৎ হোসেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *