ই-কমার্সের বিস্তৃত ঘটাতে যৌথভাবে কাজ করতে হবে: ফয়েজ আহমদ তৈয়্যব

ক.বি.ডেস্ক: বিগত সরকারের আমলে ই-কমার্স খাতে যে দুর্বৃত্তায়ন হয়েছে তাতে মানুষ এ খাতের প্রতি আস্থা হারিয়ে ফেলেছে। মানুষের সে আস্থা পুনরুদ্ধার করার পাশাপাশি শহর থেকে গ্রাম পর্যন্ত ই- কমার্সের বিস্তৃত ঘটাতে ডাক বিভাগ এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলো যৌথভাবে কাজ করে যেন লাভবান হতে পারে সকলকে সে চেষ্টা করতে হবে। ই-কমার্সকে দারিদ্র্য বিমোচনের কম্পোনেন্ট করতে চাই।
গতকাল বুধবার (১৪ মে) ঢাকায় আগারগাঁওয়ে ডাক ভবনে ডাক অধিদপ্তর, মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস লাইসেন্সিং কর্তৃপক্ষ এবং ই- কমার্সের প্রতিনিধিদের সঙ্গে অনুষ্ঠিত ‘বাংলাদেশের ই কমার্স: বাংলাদেশ ডাক বিভাগের কাছে প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ফয়েজ আহমদ তৈয়্যব এ কথা বলেন।
ডাক অধিদপ্তরের মহাপরিচালক এস এম শাহাব উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ই কুরিয়ারের সিইও বিপ্লব জি রাহুল, চালডাল ডট কমের সহ প্রতিষ্ঠাতা জিয়া আশরাফ, দারাজ বাংলাদেশের প্রধান কর্মকর্তা হোসাইন, কুরিয়ার সার্ভিসেস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’র সভাপতি হাফিজুর রহমান পুলক এবং শপআপের প্রতিনিধি সহ ডাক অধিদপ্তরের কর্মকর্তারা।
মতবিনিময় সভায় উদ্যোক্তারা পোস্ট অফিসে ওয়াইফাই সার্ভিস চালু, পোস্ট অফিসের ওয়্যার হাউজ ব্যবহার, অব্যবহৃত গাড়ি ভাড়ায় পরিচালনা করা, বিধিমালায় ক্ষতিপূরণ প্রদানের যেই শর্ত রয়েছে তা শিথিল করা, লাইসেন্সের স্তর কমিয়ে আনা, লাইসেন্সের মেয়াদ দু বছর থেকে পাঁচ বছর বৃদ্ধি করা, কুরিয়ার সার্ভিসের গাড়িগুলো যেন ২৪ ঘন্টা চলাচল করতে পারে, পণ্য পরিবহনের সুবিধার্থে ডাক সেবার সময় বৃদ্ধি করা এবং আসন্ন ঈদ-উল-আজহার বন্ধের সময় যেন কুরিয়ার সার্ভিসের গাড়ি চলতে পারে সেই দাবী তুলে ধরেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “আমরা ই-কমার্স খাতকে দারিদ্র্য বিমোচনের মৌলিক উপকরণ হিসেবে দাঁড় করাতে চাই। যেমন কেও যদি গ্রাম থেকে তার বানানো পণ্য ঢাকায় ভোক্তার কাছে পৌঁছে দিতে চান। এর মাঝখানের ভ্যালুচেইন এড করে আপনারা দারিদ্র্য বিমোচনের গতি বাড়িয়ে দিতে পারেন। আমারা এই রিভার্স চ্যানেলটা গ্রাম থেকে শহরে, অথবা বিদেশে ছড়িয়ে দিয়ে অ্যাক্সেস টু কাস্টমার নিশ্চিত করতে চাই। নীতি পরিবর্তনের জন্য কমিটি গঠন করা হবে। তিনি ডাকের অব্যবহৃত গাড়ির ইনভেন্টরি করতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন। ই- কমার্স ব্যবসাকে শহর থেকে গ্রামে না গিয়ে গ্রাম থেকে শহরে এমনকি দেশের বাইরেও ছড়িয়ে দিতে রিভার্স ই-কমার্স পরিকল্পনার কথা তুলে ধরেন।”
ফয়েজ আহমদ তৈয়্যব বিধিমালায় ক্ষতিপূরণ সংক্রান্ত যে শর্ত রয়েছে তা তিন মাসের জন্য স্থগিত ঘোষণার পাশাপাশি লাইসেন্সবিহীন ব্যবসায়ীদের লাইসেন্সের আওতায় আনা হবে বলে অভিমত ব্যক্ত করেন। সেবা গ্রহণকারীদের কাছ থেকে রেটিং প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করতে উদ্যোক্তাদের আহ্বান জানান।