ইসিএস-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
ক.বি.ডেস্ক: বাংলাদেশের আইসিটি খাতের সংগঠন এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস)-এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। গত শনিবার (১৮ জানুয়ারি) ঢাকার এলিফ্যান্ট রোডস্থ ইসিএস’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই বার্ষিক সাধারণ সভা। সভায় সমিতির কার্যক্রম ও আর্থিক বিবরণী পেশ করার পাশাপাশি আগামী বছরের জন্য কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ইসিএস সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন এর সভাপতিত্বে সভায় কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক শেখ মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ); যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন; কোষাধ্যক্ষ মো. আনিসুর রহমান (শিপন); আইটি সম্পাদক মো. মাসুদ আলম; প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক মো. আসলাম হোসেইন রিপন; সাংস্কৃতিক ও সমাজ কল্যাণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ইমন; ২ জন নির্বাহী সদস্য মো. মনু মিয়া (মনির হোসেন) এবং মো. তানজিল উপস্থিত ছিলেন।
এ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন ইসিএস’র সাবেক সভাপতি মো. আমির হোসেন, ২০২৫-২৬ মেয়াদের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের সহ-সভাপতি মো. নজরুল ইসলাম হাজারী; যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ইমন; কোষাধ্যক্ষ নাসির আহমেদ; আইটি সম্পাদক তানজিল হোসেইন; প্রচার, প্রকাশনা ও জনসংযোগ সম্পাদক মো. আব্দুল কাদির; ৩ জন নির্বাহী সদস্য কবির হোসেইন, মো. আরশাদ খান এবং মো. এনামুল কবির সহ ইসিএস’র প্রায় তিন শতাধিক সদস্য প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
গত শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় অতর্কিত সন্ত্রাসী হামলার শিকার হন ইসিএস এর নবনির্বাচিত সভাপতি ও ইসিএস কমপিউটার সিটির জ্যেষ্ঠ যুগ্ম-আহবায়ক ওয়াহিদুল হাসান দিপু এবং ইসিএস কমপিউটার সিটির যুগ্ম- সদস্য সচিব মো. এহতেসামুল হক। সভায় সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশ করা হয়। আহতদের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
আলোচ্যসূচি অনুসারে বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী সভায় উপস্থাপন করেন ইসিএস সভাপতি মোস্তাফিজুর রহমান তুহিন। কন্ঠভোটে কার্যবিবরণী অনুমোদন করেন উপস্থিত সদস্যরা। সভাপতির সস্মতিক্রমে সাধারণ সম্পাদক শেখ মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ) ২০২৪ সালের কর্মকাণ্ডের বিবরণী এবং কোষাধ্যক্ষ মো. আনিসুর রহমান (শিপন) ২০২৪ অর্থবছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পেশ করেন।
২০২৪ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থ বছরের জন্য সমিতির বাজেটের ওপর সভায় উপস্থিত সদস্যরা তাদের মতামত প্রদান করেন। সভায় বিস্তারিত আলোচনা ও মতামতের আলোকে ২০১৪ সালের কার্যক্রম, নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং আগামী অর্থ বছরের জন্য সমিতির বাজেট অনুমোদিত হয়।
সভায় ইসিএস’র সদস্যদের কল্যাণার্থে সর্বসম্মতিক্রমে কল্যাণ তহবিল গঠণ করা হয়। প্রাথমিকভা্বে দুই লাখ টাকা দিয়ে এই কল্যাণ তহবিলের যাত্রা হলো। ইসিএস’র নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক মো. আমিনুল ইসলাম ইমন এক লাখ টাকা কল্যাণ তহবিলে দেয়ার ঘোষনা দেন।