সাম্প্রতিক সংবাদ

ইসিএস’র ইসি নির্বাচন বোর্ড ও অ্যাপিল বোর্ড গঠন

ক.বি.ডেস্ক: ঢাকার এলিফ্যান্ট রোডের আইসিটি খাতের ব্যবসায়ীদের বাণিজ্যিক সংগঠন এলিফ্যান্ট রোড কমপিউটার ব্যবসায়ী কল্যাণ সমিতি (ইসিএস) এর ২০২৫-২০২৬ মেয়াদকালের ১১ সদস্যের দ্বিবার্ষিক কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড এবং আপীল বোর্ড গঠন করা হয়েছে।

ইসিএস’র ২০২৫-২০২৬ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন কমপিউটার পয়েন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ইউসুফ আলি শামিম এবং নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় হলেন মাইক্রোওয়ে সিস্টেমসের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুজ্জামান ও বারি কমপিউটারের স্বত্তাধিকারি এম এস ওয়ালীউল্লাহ।

ইসিএস’র ২০২৫-২০২৬ মেয়াদকালের কার্যনির্বাহী পরিষদ (ইসি) এর অ্যাপিল বোর্ডের চেয়ারম্যান হলেন ডিসিএটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মোশাররফ হোসেন এবং অ্যাপিল বোর্ডের সদস্যদ্বয় হলেন ইপসিলন সিস্টেম অ্যান্ড সলিউশন লিমিটেডের স্বত্তাধিকারী গাজী তারেক বিন মনসুর (লিংকু) ও কমপিউটার ভিস্তার স্বত্তাধিকারী শেখ মো. নজরুল ইসলাম।

গতকাল ২১ নভেম্বর (বৃহস্পতিবার) ইসিএস’র ২০২৫-২০২৬ মেয়াদকালের ইসি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপীল বোর্ড দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপীল বোর্ড সহ ইসিএস’র সভাপতি মো. মোস্তাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক শেখ মাঈন উদ্দিন মজুমদার (সোহাগ), যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন, কোষাধ্যক্ষ মো. আনিসুর রহমান (শিপন), তথ্য ও প্রযুক্তি সম্পাদক মাসুদ আলম, সমাজ কল্যাণ ও সাংস্কৃতিক সম্পাদক মো. আমিনুল ইসলাম (ইমন) এবং নির্বাহী সদস্য মনু মিয়া (মনির হোসেন)।

উল্লেখ্য, গত ২ নভেম্বর ইসিএস’র ২৮তম কার্যনির্বাহী কমিটির সভায় গৃহীত সিদ্ধান্ত অনুসারে ২০২৫-২০২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি নির্বাচনের লক্ষ্যে নির্বাচন বোর্ড এবং নির্বাচন আপীল বোর্ড গঠন করা হয়।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *