সাম্প্রতিক সংবাদ

ইন্টারনেট ট্রান্সমিশনে মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে বাহন লিমিটেড

ক.বি.ডেস্ক: ইন্টারনেট ট্রান্সমিশন তথা সঞ্চালন সেবায় মূল্য ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি খাতের ন্যাশনওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্ক (এনটিটিএন) অপারেটর বাহন লিমিটেড। দেশীয় ট্রান্সমিশন সেবায় কমপক্ষে ১০ শতাংশ পর্যন্ত মূল্য ছাড় করা হয়েছে। ট্রান্সমিশন নেটওয়ার্কের পরিধি ভেদে কোন কোন স্থানে ১০ শতাংশেরও বেশি মূল্য ছাড় করা হবে।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এর আহবানে সাড়া দিয়ে এই মূল্য ছাড়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে বাহন লিমিটেড।

এ প্রসঙ্গে বাহন লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদ আমিন বিদ্যুত বলেন, “সরকার জনগণকে সুলভ মূল্যে গুণগত মানসম্পন্ন ইন্টারনেট সেবা দিতে পারলে ভোক্তা পর্যায়ে ইন্টারনেটের মূল্য উল্লেখযোগ্য হারে কমে আসবে। মূল্য ছাড়ের পাশাপাশি এনটিটিএন সেবায় ‘ফ্লোর প্রাইস’ ওঠিয়ে দেয়ার দাবি করছি। ইন্টারনেটকে ব্যবহারকারীদের কাছে আরও সুলভ করতে, ফ্লোর প্রাইস ওঠিয়ে নেয়া উচিত। ফ্লোর প্রাইস তুলে নেয়ার ক্ষেত্রে বাহন অতীতে বিটিআরসিকে চিঠিও দিয়েছে। ফ্লোর প্রাইস তুলে দিলে অনেক জায়গায় এনটিটিএন এর ট্রান্সমিশন ব্যয় ১০ শতাংশের অধিক কমানো সম্ভব।”

প্রসঙ্গত, গত ২১ এপ্রিল একটি এনটিটিএন অপারেটর ইন্টারনেট ট্রান্সমিশনের বিভিন্ন পর্যায়ে মূল্য ছাড়ের সিদ্ধান্তের কথা জানিয়ে অন্যান্য টেলিকম অপারেটর প্রতিও খরচ কমানোর আহবান জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *