ইনফিনিক্স নোট ৪০এস ক্রয়ে পাচ্ছেন ওয়্যারলেস চার্জার
ক.বি.ডেস্ক: অফিস বা কোথাও ঘুরতে যাওয়ার তাড়ায় ভুলে চার্জিং ক্যাবল বাসায় ফেলে যাওয়া যেন নিত্যদিনের ব্যাপার। আর এই ভুলের মাশুল দিতে গিয়ে অনেকসময় ট্যুর বা জরুরি কাজে মনোযোগ দেয়াও বেশ কঠিন হয়ে পড়ে। এই দুশ্চিন্তা থেকে মুক্তি দিতে প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের নোট ৪০এস স্মার্টফোনের সঙ্গে উপহার দিচ্ছে ম্যাগপাওয়ার ওয়্যারলেস চার্জার। এর আগে শুধু নোট ৪০ প্রো’র সঙ্গে ম্যাগপাওয়ার পাওয়া যেত, যা এখন থেকে নোট ৪০এস এর সঙ্গে বিনা মূল্যে পাওয়া যাবে।
আধুনিক জীবনযাত্রার উপযোগী ডিজাইনের উদ্ভাবনী নোট ৪০ এস স্মার্টফোনে শক্তিশালী ফিচারের সঙ্গে এখন যুক্ত করা হয়েছে এই বিশেষ ওয়্যারলেস চার্জিং। স্মার্টফোন চার্জিং প্রযুক্তিতে ম্যাগপাওয়ার একটি নতুন সংযোজন। এটি জট পাকানো ক্যাবল ও ভারী চার্জারের সমস্যা দূর করার পাশাপাশি দিনভর ফোনের চার্জিং সমস্যার সমাধান করে। বিশেষ করে কোনো ক্যাফেতে বা জরুরি কাজের সময় আশেপাশে পাওয়ার আউটলেট না পাওয়ার সমস্যা থেকে মুক্তি দেয় এই বহনযোগ্য ম্যাগপাওয়ার।
আবার যারা ঘুরতে ভালোবাসেন, তাদের জন্য এই ম্যাগপাওয়ার হতে পারে আদর্শ সমাধান; কেননা এটি আকারে ছোট হওয়ায় ব্যাগে বাড়তি জায়গা নিয়ে ভাবতে হয় না। এর কমপ্যাক্ট ডিজাইনের কারণে এটি পকেট বা ব্যাগের যে কোনো ছোট জায়গায় সহজেই রাখা যায়। একইসঙ্গে এই ওয়্যারলেস চার্জার একটি পোর্টেবল পাওয়ার ব্যাংক হিসেবেও কাজ করে।
ইনফিনিক্স নোট ৪০ এস এর সঙ্গে ম্যাগপাওয়ার অন্তর্ভুক্ত হওয়ায় একটি পূর্ণাঙ্গ প্যাকেজ হয়ে ওঠেছে স্মার্টফোনটি; যা আধুনিক জীবনযাত্রাকে সহজ ও উন্নত করে। কেননা যাত্রাপথে ছবি এডিট, মুভি দেখা, গান শোনা বা নতুন কোনো শহরে ছুটে চলার সময় ব্যবহারকারীকে স্মার্টফোন চার্জ দেয়ার জন্য কোথাও থামতে হবে না। একইসঙ্গে এই ওয়্যারলেস চার্জার দিয়ে নোট ৪০ এস এর পাশাপাশি ব্যবহারকারীরা ইয়ারবাড ও স্মার্টওয়াচের মতো অন্যান্য ডিভাইসও চার্জ করতে পারবেন।
আজ (৮ জানুয়ারি) থেকে অনুমোদিত খুচরা বিক্রেতা এবং অনলাইন প্ল্যাটফর্মে বিনা মূল্যে পাওয়া যাবে ম্যাগপাওয়ার ওয়্যারলেস চার্জারসহ ইনফিনিক্স নোট ৪০ এস।