উদ্যোগ

ইউএপি’তে ‘টেকট্রন-২০২৫’ অনুষ্ঠিত

ক.বি.ডেস্ক: ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে (ইউএপি) অনুষ্ঠিত হয় উদ্ভাবন ও প্রকৌশল উৎকর্ষতার জাতীয় উৎসব ‘টেকট্রন-২০২৫’। দিনব্যাপী এ আয়োজনে দেশের ৩৫টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। আয়োজনে উদ্ভাবনী প্রজেক্ট প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, রোবোটিকস চ্যালেঞ্জ, অনলাইন গেমিংসহ নানা প্রযুক্তি নির্ভর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এই আয়োজন তরুণ প্রকৌশলীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা এবং উদ্ভাবনী শক্তিকে বিকাশের এক চমৎকার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

গতকাল বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ইউএপি’র ক্যাম্পাসে অনুষ্ঠিত ‘টেকট্রন-২০২৫’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। এ সময় উপস্থিত ছিলেন ইইই বিভাগের প্রধান এ এইচ এম জাদিদুল করিম, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. জি আর আহমেদ জামাল।

ড. কামরুল আহসান বলেন, “এটি একটি দৃষ্টান্তমূলক আয়োজন, যা শিক্ষার্থীদের শুধু একাডেমিক দক্ষতা নয়, বরং বাস্তব জীবনে উদ্ভাবনের মাধ্যমে সমাজে অবদান রাখার অনুপ্রেরণা জোগাবে। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমে মানবিক চ্যালেঞ্জের সমাধান বের করে আনুক। এই জাতীয় উৎসবগুলো একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যে সেতুবন্ধন গড়ে তোলে।”

ড. জি আর আহমেদ জামাল বলেন, “বর্তমান বিশ্বের প্রযুক্তিগত অগ্রযাত্রায় নেতৃত্ব দিতে হলে আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি, সমস্যা সমাধানের দক্ষতা এবং বাস্তবমুখী জ্ঞানে সমৃদ্ধ হতে হবে। ‘টেকট্রন’ সেই দক্ষতাগুলো প্রকাশের এক চমৎকার প্ল্যাটফর্ম।”

ইউএপি’র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগ আয়োজিত ‘টেকট্রন-২০২৫’ যৌথভাবে পরিচালনা করে ইইই প্রজেক্ট ক্লাব এবং আইইইই ইউএপি স্টুডেন্ট ব্রাঞ্চ। আয়োজকরা জানান, টেকট্রন-২০২৫ শুধুমাত্র শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রচেষ্টাকে তুলে ধরবে না, বরং একাডেমিয়া ও ইন্ডাস্ট্রির মধ্যকার সম্পর্ককে আরও দৃঢ় করবে এবং বাংলাদেশের প্রযুক্তি খাতে একটি ইতিবাচক বার্তা দেবে।

দিনব্যাপি ‘টেকট্রন-২০২৫’-এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপি’র বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপার্সন স্থপতি মাহবুবা হক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মুহাম্মদ জাহাঙ্গীর আলম; ড. মো. শামীউল ফাহাদ, ইন্টেল কর্পোরেশন, ওরেগন, ইউএসএ এবং ইউএপি ইইই’র প্রাক্তন শিক্ষার্থী ও ক্রাউন মাইক্রো গ্লোবাল বাংলাদেশ লিমিটেড-এর কান্ট্রি ম্যানেজার ফাহিম মাহমুদ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *