ইউআইটিএস’র ‘সাউন্ড ভিশন’ উদ্যোগ পেলো ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড

ক.বি.ডেস্ক: গ্রামীণফোন অ্যাক্সিলারেটর ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ গালা নাইটে ইউআইটিএস’র ‘সাউন্ড ভিশন’ উদ্যোগ বিজয়ী হয়েছে। ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর আইকিউএসি এবং সিএসই বিভাগের ‘সাউন্ড ভিশন’ উদ্যোগটি দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের সাশ্রয়ী মূল্যে রিয়েল-টাইম নির্দেশনা এবং সহায়তা প্রদানের জন্য ডিজাইন করা একটি পরিধানযোগ্য অডিও ভিজ্যুয়াল ডিভাইস। ইউআইটিএস’র ‘সাউন্ড ভিশন’ দলের সদস্য হলেন ইশরাক চৌধুরী, জোবায়ের হাসান, মাসুদ চৌধুরী, সাদিয়া আক্তার।
সম্প্রতি ঢাকার একটি স্থানীয় হোটেলে জমকালো গ্রামীণফোন অ্যাক্সিলারেটর ‘জেলায় জেলায় স্মার্ট উদ্যোক্তা’ গালা নাইট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বিজয়ীদের হাতে চেক তুলে দেন। এ সময় বিটিআরসি ভাইস-চেয়ারম্যান মো. আবু বকর সিদ্দিক, গ্রামীণফোনের চিফ কর্পোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ, টেলিকম শিল্পের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিশিষ্ট উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।
গ্রামীণফোন অ্যাক্সিলারেটর গালা নাইট উদ্ভাবন এবং মেন্টরশিপের এক অসাধারণ উদযাপন। ২০টি অঞ্চল এবং ৩০ জন কমিউনিটি বিল্ডারের উদীয়মান বিজয়ীরা স্বীকৃতি ও অনুপ্রেরণার এক সন্ধ্যায় একত্রিত হয়েছিল। যেখানে ২০ জন বিজয়ীকে তুলে ধরা হয়েছে এবং কমিউনিটি বিল্ডারদের অমূল্য অবদানকে স্বীকৃতি দেয়া হয়েছে। বাংলাদেশের ৬৪টি জেলার উদ্যোগ থেকে নির্বাচিত শীর্ষ ২০ জন উদ্যোক্তাকে প্রত্যেককে ১,০০,০০০ টাকার চেক হস্তান্তর করা হয়।