ইউআইটিএস’র ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ আবেদন
ক.বি.ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) চারটি অ্যাকাডেমিক প্রোগ্রামসমূহের অ্যাক্রিডিটেশনের জন্য বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলে ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ আবেদনপত্র জমা দিয়েছে। যার মধ্যে রয়েছে বিএসসি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই), বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং, ব্যাচেলর অব ফার্মেসি, ব্যাচেলর অব বিজনেজ এডমিনিস্ট্রেশন (বিবিএ)।
আজ বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বাংলাদেশ অ্যাক্রিডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান প্রফেসর ড. মেসবাহউদ্দিন আহমেদ এবং পরিচালক (অ্যাক্রেডিটেশন) প্রফেসর নাসির উদ্দীন আহাম্মেদ ইউআইটিএস’র ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ আবেদনপত্র গ্রহণ করেছেন। এ সময় উপস্থিত ছিলেন ইউআইটিএস’র আইকিউএসি পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন এবং রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।
‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ আবেদন ইউআইটিএস’র শিক্ষার মানের সর্বোচ্চ মান পূরণ করার এবং শিক্ষামূলক অভিজ্ঞতা বাড়ানোর জন্য তাদের সক্রিয় পদক্ষেপ প্রদর্শন করে। এটি ইউআইটিএস’র শিক্ষার গুণগত মান বজায় রাখা এবং উন্নত করার প্রতিশ্রুতির প্রতীক।