মোবাইল স্মার্টফোন

আসছে ৭.৭৯ মিমি আলট্রা স্লিম ডিজাইনের ভিভো ভি৫০ লাইট

ক.বি.ডেস্ক: স্লিম ডিজাইন থাকার পরেও শক্তিশালী ব্যাটারির একটি স্মার্টফোন পেলে কে না খুশি হয়? ফোন ব্যবহারকারীদের চলার পথে সুবিধা ও সাচ্ছন্দ্য দিয়ে খুশি করতেই নতুন উদ্যমে প্রস্তুত ভিভো। স্মার্টফোনের জগতে নতুন আলোড়ন সৃষ্টি করতে ভিভো নিয়ে আসছে ৭.৭৯ মিমি আলট্রা স্লিম ডিজাইনের ভিভো ভি৫০ লাইট স্মার্টফোন।

নতুন এ স্মার্টফোনে রয়েছে ৬৫০০ এমএএইচ ব্লু-ভোল্ট ব্যাটারি। এতে উন্নত সিলিং প্রযুক্তি ও শক্তি ধরে রাখার ক্ষমতা থাকার কারণে নিশ্চিন্তে স্ট্রিমিং ও গেমিং করেও কানেক্টেড থাকা যায়। দীর্ঘ সময় ধরে চার্জ দেয়ার বিরক্ত অনুভূতি থেকেও ব্যবহারকারীদের মুক্তি দিবে ফোনটি। এতে থাকছে ৯০ ওয়াট ফ্ল্যাশ চার্জ প্রযুক্তি, রিভার্স চার্জিং সুবিধা।

ভিভো ভি৫০ লাইট এর টাইটানিয়াম গোল্ড সংস্করণটি ধারণ করে সূর্যাস্তের সোনালি আভা, যা ফোনে আভিজাত্য ফুটিয়ে তোলে ও প্রিমিয়াম ফিনিশ প্রদান করে। এভাবেই ইউনিক রঙ, হাই গ্লস মেটাল ফ্রেম এবং ৭.৭৯ মিমি স্লিম ডিজাইনের কারণে স্টাইলের দিক থেকে এটি রাখছে না কোনো অপূর্ণতা। ১৯৬ গ্রাম ওজন ফোনটিকে করে তুলেছে অত্যন্ত হালকা এবং আরামদায়ক। এ ফোনটি একটি ঘড়ি, বালা কিংবা ফাউন্টেইন কলমের থেকেও স্লিম হওয়ার কারণে সহজেই জায়গা হয়ে যায় যেকোনো ব্যাগ কিংবা পকেটে। আরও রয়েছে ৬.৭৭ ইঞ্চি ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ আল্ট্রা ভিশন অ্যামোল্ড পাঞ্চ-হোল ডিসপ্লে।

খুব শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে ভিভোর নতুন এ আল্ট্রা স্লিম এবং শক্তিশালী ফোন। টাইটানিয়াম গোল্ড ছাড়াও ফ্যানটম ব্ল্যাক রঙে পাওয়া যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *