মোবাইল স্মার্টফোন

আসছে ভিভোর এক্স সিরিজের নতুন ফ্ল্যাগশিপ

ক.বি.ডেস্ক: বছর শেষে স্মার্টফোনপ্রেমিদের জন্য ভিভো প্রায় ২ বছর পর আবারও দেশে নিয়ে আসছে ভিভোর ফ্লাগশিপ এক্স সিরিজের ফোন। অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তি আর অসাধারন পারফরম্যান্সের প্রতিশ্রুতি দিয়ে আসছে ভিভোর নতুন স্মার্টফোন এক্স২০০। ফোনটির কোয়াড কার্ভড ডিসপ্লে শুধু ব্যবহারই নয়, দেখতেও মুগ্ধকর। ভিভো এক্স২০০ পাওয়া যাবে নেচারাল গ্রিন এবং কসমস ব্ল্যাক দুইটি অনন্য রঙে।

ভিভো এক্স২০০ স্মার্টফোনের ক্যামেরায় ব্যবহার করা হয়েছে বিশ্বখ্যাত লেন্স নির্মাতা প্রতিষ্ঠান জাইসের টেলিফটো ক্যামেরা। যার মাধ্যমে দূরের দৃশ্যকে সহজেই দারুণভাবে ধারণ করা সম্ভব। ৫০ মেগাপিক্সেল সেন্সর এবং ১০০ গুণ হাইপারজুম প্রযুক্তির মাধ্যমে দূরের পাহাড়ের চূড়া, রাতের আকাশের জ্বলজ্বলে চাঁদ ধরা দেবে নিখুঁতভাবে। মাঠে বসে প্রিয় খেলোয়াড়ের প্রিয় মুহূর্তকে ধরা যাবে সহজেই।

ভিভো এক্স২০০ নিয়ে আসছে ইন্ডাস্ট্রির প্রথম থার্ড জেন সিলিকন অ্যানোড ব্যাটারি। যা পাতলা, অধিক ক্ষমতা এবং দীর্ঘস্থায়ী সহনশীলতার সঙ্গে তৈরি। সেইসঙ্গে স্মার্টফোনটিতে থাকছে সেমি-সলিড ব্যাটারি প্রযুক্তি। ৫৮০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারির এই ফোনটি -২০°সেলসিয়াস তাপমাত্রায়ও মিলবে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *