আবার সম্প্রচারে আসছে গ্রিন টিভি, বিএসসিএল’র সঙ্গে চুক্তি

ক.বি.ডেস্ক: শিগগির আবার সম্প্রচারে আসছে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেড এর গ্রিন টিভি। এর আগে সেবার বকেয়া মূল্য পরিশোধ না করায় গ্রিন টিভির স্যাটেলাইট সম্প্রচার সাময়িক বন্ধ হয়ে যায়। পরবর্তীতে বকেয়া বিষয়টি নিষ্পত্তি করে নতুন চুক্তির মাধ্যমে আবার সম্প্রচার চালু করতে যাচ্ছে বেসরকারি টিভি চ্যানেলটি।
আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)-এর সঙ্গে স্যাটেলাইট সম্প্রচারের জন্য নতুন করে একটি চুক্তি স্বাক্ষর করে গ্রিন মাল্টিমিডিয়া লিমিটেড।
বিএসসিএল’র প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক ড. ইমাদুর রহমান এবং গ্রিন টিভির ব্যবস্থাপনা পরিচালক কাওসার আহমেদ অপু চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় উপস্থিত ছিলেন বিএসসিএল’র মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির এবং ঊর্ধ্বতন ব্যবস্থাপক মো. শফিউল আজম, রংধনু গ্রুপের ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান দিপু, গ্রিন টিভির হেড অব নিউজ মাহমুদ হাসান।