আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২৬’-এর বাংলাদেশ বাছাই পর্ব

ক.বি.ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট-এ আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড ২০২৬’-এর বাছাই পর্ব। এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে ৬ষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি ২০২৫ বা সমমান এবং পলিটেকনিকের ৪র্থ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীরা।
বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের দক্ষতা আন্তর্জাতিক মঞ্চে যাচাই করার সুযোগ দিতে আয়োজন করা হচ্ছে এই প্রতিযোগিতা। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা দেশের তরুণ শিক্ষার্থীদেরকে আন্তর্জাতিক মানের এআই প্রতিযোগিতার অভিজ্ঞতা দেবে।
প্রতিযোগিতাটি হবে একটি ৫ ঘণ্টাব্যাপী চ্যালেঞ্জ, যা অনুষ্ঠিত হবে ক্যাগল প্ল্যাটফর্মে। অংশগ্রহণকারীরা এখানে মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এবং কমপিউটার ভিশন-সংক্রান্ত বাস্তব সমস্যার সমাধান করবে। এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের বিশ্লেষণী ক্ষমতা, অ্যালগরিদমিক চিন্তাভাবনা এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতা প্রদর্শন করার সুযোগ পাবে।
প্রতিযোগিতার শীর্ষস্থানীয় শিক্ষার্থীরা বিশেষ ক্যাম্পে অংশগ্রহণের জন্য নির্বাচিত হবে। এ ছাড়া, বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও) ক্যাম্পের সেরা প্রতিযোগীদের সঙ্গে জাতীয় দলের অংশ হওয়ার সুযোগ পাবেন। পরবর্তীতে এই দল স্লোভেনিয়ায় আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (IAIO) ২০২৬-এর মূল প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা হাতে আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করবে।
বাংলাদেশ এআই অলিম্পিয়াডের প্লাটিনাম স্পনসর বিইউবিটি। পাওয়ার্ড বাই রিভ চ্যাট এবং পৃষ্ঠপোষক ব্রেন স্টেশন ২৩, ইন্টেলিজেন্ট মেশিনস ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট। সহযোগী রকমারি, কিশোর আলো এবং বিজ্ঞানচিন্তা। বিস্তারিত: https://festive.rocks/e/iaiobdqc