আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এসএবিআরই+’ চালু করেছে অর্থ বিভাগ

ক.বি.ডেস্ক: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ও স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর বাজেট, রিপোর্টিং ও মূল্যায়ন ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে একটি আধুনিক ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এসএবিআরই+’ চালু করেছে অর্থ বিভাগ। ‘এসএবিআরই+’ সিস্টেম বাজেট পরিকল্পনা ও তরল অর্থ ব্যবস্থাপনায় বিদ্যমান জটিলতা দূর করতে সহায়তা করবে। এই সিস্টেম একটি একীভূত ডিজিটাল প্ল্যাটফর্ম, যা বাজেট প্রণয়ন, ঋণ ব্যবস্থাপনা ও মূল্যায়ন প্রক্রিয়াকে সহজ করে এবং আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখে।
গতকাল সোমবার (৪ আগস্ট) রাজধানীর অর্থ বিভাগের মাল্টিপারপাস হলে আয়োজিত এক কর্মশালায় ‘এসএবিআরই+’ চালু করেন প্রধান অতিথি অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। সভাপতিত্ব করেন অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার।
স্ট্রেংদেনিং পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট প্রোগ্রাম টু এনাবেল সার্ভিস ডেলিভারি (এসপিএফএমএস) এর স্ট্রেংন্দেনিং এসওই গভর্নেন্স স্কিমের অধীনে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ (প্রশাসন, পরিকল্পনা ও টিডিএম), নাসরিন সুলতানা (নিয়মনীতি, বাস্তবায়ন, আইন ও রাষ্ট্রায়ত্ত সংস্থা), এসপিএফএমএস প্রকল্পের জাতীয় পরিচালক অতিরিক্ত সচিব বিলকিস জাহান রিমি, পর্যবেক্ষণ সেলের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব রহিমা বেগম।
উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এসএবিআরই+’ শুধু একটি ডিজিটাল টুল নয়, এটি রাষ্ট্রায়ত্ত খাত এবং স্বায়ত্তশাসিত সংস্থাগুলোর জন্য ডেটা-ভিত্তিক স্বচ্ছ ও জবাবদিহিমূলক শাসনের একটি যুগান্তকারী পদক্ষেপ। সুশাসনের জন্য নির্ভরযোগ্য তথ্য ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অপরিহার্য। ‘এসএবিআরই+’ সেই প্রয়োজন মেটানোর জন্য কার্যকর একটি মাধ্যম।
‘এসএবিআরই+’ এই প্ল্যাটফর্ম ১৯৮৫ সালের হিসাব কাঠামোর ওপর ভিত্তি করে তৈরি হলেও এখন এটি আন্তর্জাতিক আর্থিক রিপোর্টিং মান (আইএফআরএস) ও আন্তর্জাতিক হিসাব মান (আইএএস) অনুযায়ী আধুনিকায়ন করা হয়েছে। এই সিস্টেমটি ইতোমধ্যে ৮৪টি প্রতিষ্ঠানে চালু করা হয়েছে, যা জনসাধারণের আর্থিক ব্যবস্থাপনার ডিজিটাল রূপান্তরে একটি উল্লেখযোগ্য অগ্রগতির প্রতিনিধিত্ব করে। এই সিস্টেম চালু করা বাংলাদেশের চলমান পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সংস্কার প্রচেষ্টায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।