সাম্প্রতিক সংবাদ

আত্মপ্রকাশের অপেক্ষায় ওটিটি মাধ্যম এনিগমা দোয়েল টেলিভিশন

ক.বি.ডেস্ক: প্রতিযোগিতামূলক বিশ্ববাজারে বিনোদনের খোরাক নিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে ওটিটি মাধ্যম এনিগমা দোয়েল টেলিভিশন। আগামী বছরের ৬ মে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করবে এই ওটিটি মাধ্যমটি। সারাদেশের ৩০ হাজার স্কুলের ৬ কোটি শিক্ষার্থীদের চিন্তা-চেতনাকে মাথায় রেখেই নিজস্ব অনুষ্ঠান সাজাবে। শূন্য থেকে ২৫ বছর বয়সীদের টার্গেট করেই মাধ্যমটি তাদের অনুষ্ঠান নির্মাণ ও সম্প্রচারের উদ্যোগ নিয়েছে।

গতকাল শনিবার (৩০ নভেম্বর) এনিগমা টিভির উদ্যোগে রাজধানীর ধানমন্ডিস্থ আলিয়ঁস ফ্রঁসেজে ‘লেটস টক’ শিরোনামে অনুষ্ঠিত সেমিনারে এ কথা জানানো হয়। বাংলাদেশে ওটিটির সমস্যা, সংকট ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এনিগমা টিভির প্রধান নির্বাহী ফাহমিদুল ইসলাম শান্তনু।

সেমিনারে উপস্থিত ছিলেন আজকালের খবরের স্টাফ রিপোর্টার আহমেদ তেপান্তর, বাংলাদেশ প্রতিদিনের স্টাফ রিপোর্টার মোস্তফা মতিহার, কালবেলার বিনোদন বিভাগীয় প্রধান এ এইচ মুরাদ, নিউএইজের স্টাফ রিপোর্টার আসলাম অরণ্য, ওমেরা পেট্টোলিয়াম নাসির উদ্দিন সুমন, ম্যাচ বক্সের এমডি আব্দুল মুমিত, গণমাধ্যম বিশেষজ্ঞ ড. ইসলাম শফিক, বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউটের শিক্ষার্থী রাজিব, তানভীর আল হোসেন, মাসরুর চৌধুরী, ফারহানা আখতার প্রমুখ।

ফাহমিদুল ইসলাম শান্তনু বলেন, “অতিমাত্রায় বাণিজ্যের যাঁতাকলে বর্তমানের ওটিটি চ্যানেলগুলোতে যাচ্ছে তাই অনুষ্ঠান সম্প্রচার করা হয়। যার কারণে ওটিটি নিয়ে মানুষের মধ্যে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। তথ্যপ্রযুক্তির এই বিশ্বে মানসম্মত, যুগোপযোগী ও আন্তর্জাতিক অনুষ্ঠান করার লক্ষ্যেই এনিগমা দোয়েল ওটিটিমানের বাজার পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কনটেন্ট প্রচার ও কেনার ক্ষেত্রে মানের সঙ্গে কোনো ধরনের আপোষ করা হবে না। বিভাগীয় পর্যায় থেকে শুরু করে সারাদেশ এবং আন্তর্জাতিক পরিমন্ডলে এই ওটিটি মাধ্যমটি দেশীয় সংস্কৃতি ছড়িয়ে দিবে।”

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *