সাম্প্রতিক সংবাদ

আজ শুরু হচ্ছে প্রযুক্তি পণ্যের মেলা ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’

ক.বি.ডেস্ক: সর্বশেষ সংস্করণের অত্যাধুনিক এবং নিত্য নতুন অনুমোদিত প্রযুক্তি পণ্যের সমাহার নিয়ে আজ থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী (১১-১৬ নভেম্বর) ‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’। ঢাকার আগারগাঁওয়ের আইডিবি ভবনে অবস্থিত বিসিএস কমপিউটার সিটিতে এই মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। বিসিএস কমপিউটার সিটির আস্থার ২৫ বছর পূর্তি এবং ২৬ বছরে পদার্পন উপলক্ষে বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটি এই মেলার আয়োজন করছে।

আজ সোমবার (১১ নভেম্বর) সকাল ১১টায় বিসিএস কমপিউটার সিটির নিচতলায় মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ডেফোডিল গ্রুপের চেয়ারম্যান ড. মো. সবুর খান, রায়ান্স আইটি’র ব্যবস্থাপনা পরিচালক আহমেদ হাসান জুয়েল, স্মাট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. জহিরুল ইসলাম, গ্লোবাল ব্রান্ড পিএলসি’র পরিচালক মোহাম্মাদ জসীম উদ্দীন খোন্দকার এবং ইউনাইটেড কমপিউটার সেন্টার’র ম্যানেজিং পার্টনার সারোয়ার মাহমুদ খান। সভাপতিত্ব করবেন বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির সভাপতি এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী)। শুভেচ্ছা বক্তব্য রাখবেন বিসিএস কমপিউটার সিটি ব্যবস্থাপনা কমিটির জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মাহবুবুর রহমান।

এ প্রসঙ্গে এ এল মজহার ইমাম চৌধুরী (পিনু চৌধুরী) বলেন, “২৫ বছর বর্ষপূর্তি উপলক্ষে ক্রেতাদের জন্য কেনাকেটা করলেই ছাড় ও নিশ্চিত উপহারের ব্যবস্থা করা হয়েছে। এই বিশেষায়িত প্রযুক্তি পণ্যের বাজারে কোনো নকল প্রযুক্তি পণ্য বিক্রি হয় না, বিধায় কোন ক্রেতা আমাদের এখান থেকে পণ্য কিনে প্রতারিত হয় না। ক্রেতাদের স্বার্থ রক্ষার্থে একটি বিশেষ কমিটি আছে যারা ক্রেতাদের বিভিন্ন অসুবিধা দ্রুত নিষ্পত্তি করতে সব সময় কাজ করে যাচ্ছেন।”

মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, “এবারের মেলায় চাকরিপ্রার্থীদের জন্য আমরা সিভি বুথ রাখছি, যেখানে চাকরিপ্রত্যাশীরা তাদের সিভি জমা দিতে পারবেন। যার ফলে জাতীয় ও আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার সুযোগ তৈরি হবে। এ ব্যাপারে আমরা সহযোগিতা করব। আসল পণ্যে নিশ্চিত উপহার পেতে সবাইকে মেলায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।”

এবারের মেলায় যা থাকছে
১১-১৬ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলায় বিনা মূল্যে প্রবেশ করা যাবে। মেলায় থাকছে ছাত্র-ছাত্রীদের জন্য বিনা মূল্যে আকর্ষণীয় উপহার, দর্শনার্থীদের জন্য মেগা ডিসকাউন্ট, নিশ্চিত উপহার, ক্যাশব্যাক, স্ক্র্যাচ অ্যান্ড উইন, টেক সেলিব্রেটি আড্ডা, অনুমোদিত পণ্যে নিশ্চিত ওয়ারেন্টিসহ সর্বোপরি সঠিক পণ্যের নিশ্চয়তা। এ ছাড়া যেকোনো অনুমোদিত পণ্য ক্রয়েই থাকছে আকর্ষণীয় মূল্যছাড় ও পুরস্কার। পাশাপাশি থাকছে গেমিং প্রতিযোগিতা, পিসি ব্যাটেল শো, ল্যাপটপ ব্যাটেল শো এবং ফেসবুক রিল প্রতিযোগিতা। সেই সঙ্গে থাকছে চিত্রাঙ্কন প্রতিযোগিতাও।

মেলায় অংশগ্রহণ করছে বিশ্বখ্যাত প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠানের বিভিন্ন ব্র্যান্ড পাশাপাশি আমদানিকারক ও সেবাদানকারি প্রতিষ্ঠানগুলো। প্রতিদিন মেলায় এসে ল্যাপটপ, সাইকেল, স্পিকার, স্মার্টফোন, বিভিন্ন গ্যাজেট এবং আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ থাকছে। মেলায় থাকছে প্রতিষ্ঠিত আইসিটি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ। সরাসরি যোগাযোগের মাধ্যমে চাকরির অফার পাওয়ার সুযোগ। আন্তর্জাতিক এবং জাতীয় পর্যায়ের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ।

‘সিটি আইটি মেগা ফেয়ার-২০২৪’ এর স্পন্সর আসুস, এমএসআই, দাহুয়া, গিগাবাইট, এইচপি, হিকভিশন, লেনোভো এবং স্মাট টেকনোলজিস (বিডি) লিমিটেড।

আস্থার সঙ্গে ২৫ বছর পার করে ২৬ বছরে পা দিল বিসিএস কমপিউটার সিটি। ১৯৯৯ সালের ১১ সেপ্টেম্বর ঢাকার প্রাণকেন্দ্র শের-ই-বাংলা নগরের আগারগাঁওয়ের আইডিবি ভবনে যাত্রা করে বাংলাদেশে সর্ববৃহত এবং আন্তর্জাতিক মানের প্রযুক্তি পণ্যের বিশেষায়িত বাজার বিসিএস কমপিউটার সিটি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *