আইসিটি বিভাগ স্বেচ্ছাসেবী ডেভেলপার খুঁজছে

ক.বি.ডেস্ক: বেশ কয়েকজন স্বেচ্ছাসেবী ইউআই/ইউএক্স এক্সপার্ট, ফ্রন্ট-এন্ড অ্যাপ ডেভেলপার খুঁজছে আইসিটি বিভাগ। দেশের বাইরে থেকেও যুক্ত হওয়া যাবে আইসিটি বিভাগের এই কাজে।
এজন্য সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে আগ্রহীদের কাছ থেকে আবেদন প্রার্থনা করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
ফয়েজ আহমদ তৈয়্যব পোস্টে লিখেছেন, “আইসিটিতে আমাদের বেশকিছু ইউআই/ইউএক্স এক্সপার্ট, ফ্রন্ট-এন্ড অ্যাপ ডেভেলপার লাগবে। কয়েকজন ব্যাক-এন্ড ডেভেলপার লাগবে। লাগবে কয়েকজন এপিআই ইন্টিগ্রেশন এক্সপার্ট। দেশে ও বিদেশে উচ্চ পর্যায়ে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন রিয়েল ডেভেলপার, ডেভওপ্স এক্সপার্ট, এপ ডেভেলপার, জাভা এক্সপার্ট গণ যারা আগ্রহী শুধুমাত্র তারাই যোগাযোগ করুণ প্লিজ! বিস্তারিত সিভি শেয়ার করুন। কেউ যদি দেশ-বিদেশ থেকে স্বেচ্ছাসেবী কাজ করতে চান সেটাও জানাবেন দয়া করে।”
আবেদন করার জন্য তিনি দাফতরিক একটি ইমেইলও দিয়েছেন। ইমেইলটি হলো specialassistant@moptit.gov.bd।