সাম্প্রতিক সংবাদ

আইসিটি খাতের ঐক্যে ‘ইউনাইটেড আইসিটি ফোরাম’ গঠনের উদ্যোগ

ক.বি.ডেস্ক: বাংলাদেশের আইসিটি খাতের বাণিজ্য সংগঠনগুলোর কাঠামোগত সংস্কার এখন সময়ের দাবি। সংগঠনগুলোর নেতৃত্ব পুনর্গঠন প্রয়োজন, যাতে এটি শুধুমাত্র নির্দিষ্ট গোষ্ঠীর স্বার্থ রক্ষায় সীমাবদ্ধ না থেকে, পুরো আইসিটি খাতের প্রতিনিধিত্ব করতে পারে। নেতৃত্বের এমন পরিবর্তন আনতে হবে, যারা সত্যিকার অর্থে আইসিটি খাতের উন্নয়নকে প্রাধান্য দেয় এবং সদস্যদের স্বার্থকে সুরক্ষিত রাখে। সংগঠনগুলোর প্রকৃত রূপ হতে হবে সদস্য-কেন্দ্রিক, যেখানে ছোট-বড় সব ধরনের সদস্য কোম্পানির সমান সুযোগ থাকবে।

আইসিটি খাতের বাণিজ্য সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব) সহ অন্যান্য সংগঠনের বিদ্যমান বিভিন্ন সাংগঠনিক ও পলিসিগত সমস্যা নিরসনে সকল সংগঠনের সমন্বয়ে ‘ইউনাইটেড আইসিটি ফোরাম’ নামে নতুন একটি ফোরাম গঠনের উদ্যোগ নেয়া হয়েছে।

গত রবিবার (২ ফেব্রুয়ারী) ঢাকার একটি স্থানীয় হোটেলে আইসিটি খাতের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও ব্যবসায়ীদের সঙ্গে এ বিষয়ে একটি প্রাথমিক আলোচনা অনুষ্ঠিত হয়। ‘ইউনাইটেড আইসিটি ফোরাম’ গঠনের বিষয়ে প্রাথমিক ধারনা তুলে ধরেন ফোরামের প্রধান সংগঠক উইনটেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফয়সাল আলিম। ফোরামের ঘোষণা পত্র উপস্থাপন করেন রিয়াদ হাসনাইন। সংগঠকদের মধ্যে বক্তব্য রাখেন ডিজিডট লিমিটেডের ব্যবস্থাপনা পরচিালক সৈয়দা নাফিসা রেজা (বর্ষা) এবং সিগনেচার ক্লাব লিমিটিডের পরিচালক মো. শোয়েবুর রহমান খান।

আলোচনায় অংশগ্রহন করেন বাক্কো সভাপতি তানভির ইব্রাহিম, গ্রামীণ টেলিকম ট্রাস্টের সিইও আহমেদ আরমান সিদ্দিকী, এ এম জেড বিজনেস সলিউশনসে ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উজ জামান, প্রাইডসিস আইটির ব্যবস্থাপনা পরচিালক মনোয়ার ইকবাল, মজুমদার আইটির স্বত্বাধিকারী সাইদুল ইসলাম মজুমদার, এপসিস্ সলিউশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরচিালক মাহতাবুল আমিন প্রমুখ।

আলোচনায় বক্তারা বলেন, অনেক উদ্যোক্তা ও প্রতিষ্ঠান মনে করে, কার্যক্রম ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগঠনগুলো সদস্যদের মতামত যথাযথভাবে গ্রহন করে না। এই বাস্তবতা বদলাতে হলে, সদস্যদের অধিকার ও সুযোগ নিশ্চিত করতে হবে, যাতে প্রতিটি প্রতিষ্ঠান তাদের প্রয়োজনীয় সহায়তা ও নীতিগত সুবিধা পায়। সংগঠনগুলোর কার্যক্রমে জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করাও অপরিহার্য। সংগঠনগুলোর নীতিমালা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া উন্মুক্ত ও গ্রহণযোগ্য করতে হলে, সকল সদস্যের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এতে সংগঠনের প্রতি সদস্যদের আস্থা বৃদ্ধি পাবে এবং দীর্ঘমেয়াদে আইসিটি খাতের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *