‘আইসিটি উইমেন অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেলেন আম্বারীন রেজা
ক.বি.ডেস্ক: বাংলাদেশের ডিজিটাল খাতের রূপান্তরে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন ফুডপ্যান্ডা বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক আম্বারীন রেজা। ১০ম ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে তাকে ‘আইসিটি উইমেন অব দ্য ইয়ার’ সম্মাননা দেয়া হয়েছে।
গত ৩০ নভেম্বর ঢাকার একটি স্থানীয় আয়োজিত ১০ম ব্র্যাক ব্যাংক-দ্য ডেইলি স্টার আইসিটি অ্যাওয়ার্ড বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। অ্যাওয়ার্ড প্রদান করেন প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ।
২০১৩ সালে জুবায়ের বি এ সিদ্দিকীর সঙ্গে যৌথভাবে ফুডপ্যান্ডা বাংলাদেশ প্রতিষ্ঠা করেন আম্বারীন রেজা। রেস্টুরেন্ট, শপ এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ডিজিটাল বাণিজ্যে সম্পৃক্ত করার মাধ্যমে ফুডপ্যান্ডা এখন দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি ডেলিভারি প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। দেশের ৬৪টি জেলায় কার্যক্রম পরিচালনা করা প্রতিষ্ঠানটির মাধ্যমে ১০ লাখেরও বেশি মানুষের প্রত্যক্ষ ও পরোক্ষ আয়ের সুযোগ তৈরি হয়েছে।
আম্বারীন রেজা বলেন, ‘ফুডপ্যান্ডাকে গড়ে তোলা ও আজকের অবস্থানে নিয়ে আসা কোনও একক ব্যক্তির কাজ নয়, এটি আমাদের পুরো দলের নিরলস প্রচেষ্টা ও নিবেদনের ফল। এই পুরস্কার ফুডপ্যান্ডার কর্মী, গ্রাহক, রেস্টুরেন্ট পার্টনার ও রাইডারদের উৎসর্গ করছি।’





