সাম্প্রতিক সংবাদ

আইএসপিএবি নির্বাচন: ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলের নিরঙ্কুশ জয়

ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ তুষার: আইএসপিএবি’র ২০২৫-২৭ মেয়াদের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ (ইসি)-এর নির্বাচন আজ শনিবার অনুষ্ঠিত হয়। নির্বাচনে আইএসপিএবি’র সাবেক সভাপতি ও আম্বার আইটির মোহাম্মদ আমিনুল হাকিমের নেতৃত্বাধিন ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেল নিরঙ্কুশ জয়লাভ করেছে। প্যানেলটি সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯টি পরিচালক পদে ৮টিতেই নির্বাচনে জয়লাভ করেছে। নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে ৯টি পরিচালক পদে ১৪ জন প্রার্থী এবং সহযোগী সদস্য ক্যাটাগরিতে ৪টি পরিচালক পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আজ শনিবার (১৭ মে) রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০.৩০ থেকে বিকাল ৪.৩০টা পর্যন্ত বিরতিহীনভাবে আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়। ভোট গ্রহণ শেষে রাত সাড়ে আটটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান বাংলাদেশ সুপ্রীম কোর্টের অ্যাডভোকেট মোহাম্মদ আলী। এ সময় নির্বাচন বোর্ডের সদস্যদ্বয় সহকারী অ্যার্টনী জেনারেল মো. এরশাদ হোসেন (রাশেদ) ও সহকারী অ্যার্টনী জেনারেল অ্যাডভোকেট রাকিব হাসান উপস্থিত ছিলেন।

আইএসপিএবি’র ২০২৫-২৭ মেয়াদের নির্বাচনে সাধারণ সদস্য ক্যাটাগরিতে ২৬৩ জন ভোটারের মধ্যে ২২৯ জন ভোটার ভোট প্রদান করেছেন। ভোট বাতিল হয়েছে ৮টি এবং বৈধ ভোট ২২১টি। সহযোগী সদস্য ক্যাটাগরিতে ৬৬৩ জন ভোটারের মধ্যে ৫৫৭ জন ভোটার ভোট প্রদান করেছেন। ভোট বাতিল হয়েছে ৭টি এবং বৈধ ভোট ৫৫০টি।

সাধারণ সদস্য ক্যাটাগরিতে ‘আইএসপি ইউনাইটেড’ প্যানেলের কে এস নেটওয়ার্কের নাজমুল করিম ভূঁইয়া ২০১ ভোট; আম্বার আইটির মোহাম্মদ আমিনুল হাকিম ১৯০ ভোট; ইনভেনশন টেকনোলজিসের মো. মিঠু হাওলাদার ১৮৫ ভোট; রেড ডাটার মঈন উদ্দিন আহমেদ ১৮০ ভোট; মাজেদা নেটওয়ার্কসের নেয়ামুল হক খান ১৭৯ ভোট; ওয়ান স্কাই কমিউনিকেশন্সের রাশেদুর রহমান রাজন ১৭৭ ভোট; আইসিসি কমিউনিকেশনের সাইফুল ইসলাম সিদ্দিক ১৬৪ ভোট; সার্কেল নেটওয়ার্কের মো. মাহবুব আলম রাজু ১৬০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী এক্সোর্ড অনলাইনের সাব্বির আহমেদ ১৫৫ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

এবারের নির্বাচনে সহযোগী সদস্য ক্যাটাগরিতে দুটি প্যানেল থেকে ২ জন করে পরিচালক নির্বাচিত হলেন। সহযোগী সদস্য ক্যাটাগরিতে ‘অধিকার’ প্যানেলের তুহিন এন্টারপ্রাইজের রাইসুল ইসলাম তুহিন ২৯৯ ভোট; ‘আইএসপি’র কন্ঠস্বর’ প্যানেলের ফিসা কমিউনিকেশনের ফুয়াদ মুহাম্মদ শরফুদ্দিন ২৮৯ ভোট; ‘অধিকার’ প্যানেলের এম/এস জুবায়ের আইটি এক্সপার্টের মো. জুবায়ের ইসলাম ২৫৭ ভোট এবং ‘আইএসপি’র কন্ঠস্বর’ প্যানেলের সবুজ বাংলা অনলাইনের এ এস এম সাইফুল ইসলাম সেলিম ২৫২ ভোট পেয়ে জয়লাভ করেছেন।

নির্বাচনে সর্বোচ্চ ভোট প্রাপ্ত সাধারণ সদস্য ক্যাটাগরি থেকে ৯ জন ও সহযোগী সদস্য ক্যাটাগরি থেকে ৪ জন, মোট ১৩ জন পরিচালককে নির্বাচিত ঘোষণা করা হয়। আগামী সোমবার (১৯ মে) নির্বাচিত এই ১৩ জন পরিচালক তাদের মধ্য হতে কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদ বণ্টনের নির্বাচন করবেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *