আইএসপিএবি’র ‘সাইবার সিকিউরিটি’ শীর্ষক সেমিনার
ক.বি.ডেস্ক: ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং বিজনেস প্রমোশন কাউন্সিল’র যৌথ আয়োজনে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউসিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি) এ অনুষ্ঠিত হয় ‘সাইবার সিকিউরিটি’ এর ওপর সচেতনতামূলক সেমিনার। সেমিনারের প্রধান উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদেরকে কমপিউটার, ইন্টারনেট ও সাইবার নিরাপত্তা সম্পর্কে মৌলিক জ্ঞান প্রদান করা এবং ইন্টারনেটের অতীত, বর্তমান ও ভবিষ্যত সম্পর্কে তাদেরকে পর্যাপ্ত তথ্য প্রদান করা। সমাজের উন্নতির জন্য ইন্টারনেটের ব্যবহার সুনিশ্চিত করা। সেমিনারে বিশ্ববিদ্যালয়টির প্রায় শতাধিক শিক্ষার্থী অংশগ্রহন করেন।
গতকাল বুধবার (২১ জুন) এআইইউবি’র মাল্টিপারপাস অডিটরিয়ামে অনুষ্ঠিত ‘সাইবার সিকিউরিটি’ এর ওপর সচেতনতামূলক সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিল’র ডেপুটি কো-অর্ডিনেটর মো. মশিউর রহমান। উপস্থিত ছিলেন আইএসপিএবি’র নির্বাহী পরিচালক মেজর মো. এনামুল হক, অফিস সেক্রেটারী বিজয় কুমার পাল এবং আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল’র প্রোগ্রাম অফিসার মো. ফয়সাল খান। সভাপতিত্ব করেন আইএসপিএবি’র জয়েন্ট সেক্রেটারী জেনারেল মো. এ কাইয়ুম রাশেদ।
প্রশিক্ষণ প্রদান করেন এটুআই’র টেকনোলজি অ্যানালিস্ট হাফিজুর রহমান এবং এআইইউবি’র অ্যাসোসিয়েট প্রফেসর ড. দেবাজ্জয়তি কর্মকার।