উদ্যোগ

আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫-এর জাতীয় পর্ব

ক.বি.ডেস্ক: রাজধানীর ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক প্রাঙ্গণে দুই দিনব্যাপী (১২-১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াড (আইআরও) বাংলাদেশ ওপেন ২০২৫’-এর জাতীয় পর্ব। দেশের প্রায় ৪০টি জেলা থেকে রোবট বিষয়ে আগ্রহী স্কুল কলেজের প্রায় সাত শতাধিক শিক্ষার্থী এককভাবে বা দলীয়ভাবে অনলাইন বাছাই পর্বে উত্তীর্ণ প্রতিযোগীরা অংশগ্রহণ করে জাতীয় পর্বে। আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে অনুষ্ঠিতব্য ২৭তম আইআরও-তে অংশগ্রহণের লক্ষ্যে অন্বেষণ করা হয় বাংলাদেশ দল।

ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছে ওয়াইডব্লিউসিএ উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থী নুসাইবা তাজরিন তানিশা। ফিজিক্যাল কম্পিউটিং ক্যাটাগরিতে সিনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছে মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাফিয়া বাসার সুহানী। রোবটিকস কুইজ ক্যাটাগরিতে জুনিয়র গ্রুপে স্বর্ণপদক পেয়েছে সানিডেল স্কুলের শিক্ষার্থী সারিম শরীফ। এ ছাড়াও প্রতি ক্যাটাগরিতেই সিলাভার ও ব্রোঞ্জপদক সহ মোট ২০ জন শিক্ষার্থীকে পদক দেয়া হয় এবং ৩ জন শিক্ষার্থীকে সম্মানজনক স্বীকৃতি দেয়া হয়।

গত শুক্রবার (১২ সেপ্টেম্বর) প্রথমদিন অনুষ্ঠিত হয় ক্রিয়েটিভ ক্যাটাগরি এবং ফিজিক্যাল কম্পিউটিং প্রতিযোগিতা। দ্বিতীয়দিন (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় ক্রিয়েটিভ মুভি ক্যাটাগরির প্রতিযোগিতা। পাশাপাশি আয়োজন করা হয় একটি রোবটিক্স কুইজ প্রতিযোগিতা।

দ্বিতীয়দিন (১৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক-এর উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। বিশেষ অতিথি ছিলেন আইসিটি অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো. আবু সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন ডাটাসফট সিস্টেমের প্রেসিডেন্ট এম মঞ্জুর মাহমুদ, ভিভাসফটের কো-ফাউন্ডার শাফকাত আসিফ, বিডিওএসএনের সভাপতি মুনির হাসান এবং আইআরও এর কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক ড. লাফিফা জামাল।

জাতীয় পর্বের বিজয়ীদের নিয়ে আয়োজিত হবে দল নির্বাচনী ক্যাম্প। ঐ ক্যাম্পে শিক্ষার্থীদের পারফরম্যান্সের ভিত্তিতে গঠিত হবে বাংলাদেশের জাতীয় দল যারা আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আয়োজিত ২৭তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে (আইআরও) দেশের প্রতিনিধিত্ব করবে।

আইআরও বাংলাদেশ ওপেন ২০২৫ আয়োজন করেছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। পার্টনার কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা এবং প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান ক্লাউড নাম্বার ২৪। বিস্তারিত: https://bdro.org

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *