অ্যাপিক্টা অ্যাওয়ার্ড ২০২৪: ডিজিটাল সরকার বিভাগে চ্যাম্পিয়ন সিনেসিস আইটি
মোহাম্মদ মোজাম্মেল হক মৃধা (সোহেল মৃধা): বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সিনেসিস আইটি লিমিটেড “এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিকটা) অ্যাওয়ার্ডস ২০২৪”-এ ‘ডিজিটাল সরকার বিভাগ’ এ চ্যাম্পিয়ন হয়েছে। এশিয়া প্যাসিফিক অঞ্চলের অস্কার হিসেবে পরিচিত এই অ্যাওয়ার্ডটি অর্জন করা বাংলাদেশের জন্য এক বিশাল সম্মানের বিষয়। এ বছর চ্যাম্পিয়নশিপ অ্যাওয়ার্ড জয়ী একমাত্র বাংলাদেশি প্রতিষ্ঠান হলো সিনেসিস আইটি।
ব্রুনাইয়ের রাজধানী দারুস সালামে ছয় দিনব্যাপী (৩-৮ ডিসেম্বর) অনুষ্ঠিত হয় ‘অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০২৪’। গত ৭ ডিসেম্বর বন্দর সেরি বেগওয়ানে এক জমকালো অনুষ্ঠানে ‘অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০২৪’-এ ডিজিটাল সরকার বিভাগে চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডটি গ্রহণ করেন সিনেসিস আইটির চিফ বিজনেস অফিসার (সিবিও) এ এস এম নূরুন্নবী, সফটওয়্যার ডেভেলপমেন্ট প্রধান মইনুল ইসলাম এবং হেড অব মার্কেটিং জুনাইদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বেসিস এর সাবেক সভাপতি সৈয়দ আলমাস কবির। সিনেসিস আইটি অস্ট্রেলিয়া, চীন, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, চাইনিজ তাইপেই, মালদ্বীপসহ ২০টিরও বেশি দেশের প্রকল্পের সঙ্গে প্রতিযোগিতা করে এই সম্মান অর্জন করেছে।
অ্যাপিক্টা অ্যাওয়ার্ডস ২০২৪- এ বছর বাংলাদেশ থেকে প্রতিযোগিতায় অংশগ্রহন করে চারটি আইসিটি প্রতিষ্ঠান। অংশগ্রহনকারি প্রতষ্ঠিানগুলো হলো সোশিয়ান এআই, সিনেসিস আইটি লিমিটেড, স্মার্ট ট্রেন্ড ডিজটাল, ইজোরর (আইএসওআরএ) সলিউশন্স লিমিটেড। এদের মধ্যে অ্যাপিক্টা অ্যাওয়ার্ড ২০২৪ প্রতিযোগিতায় বাংলাদেশের সিনেসিস আইটি পাবলিক সেক্টর অ্যান্ড গভর্নমেন্ট সেকশনে ডিজিটাল গভ. ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হয়েছে।
অ্যাপিক্টা অ্যাওয়ার্ড ২০২৪-এ ২০টি দেশের ১৮০টি দল অংশগ্রহণ করে। এবারের অ্যাওয়ার্ড প্রোগ্রামটি এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইসিটি অর্জনের স্বীকৃতি দেয় এবং শিক্ষার্থী, উদ্যোক্তা, পাবলিক সংস্থা এবং স্টার্ট-আপ সহ বিভিন্ন ক্ষেত্রের অংশগ্রহণকারীদের জন্য উন্মুক্ত রাখে তাদের বিকাশের জন্য। পিপলস চয়েস অ্যাওয়ার্ডস ক্যাটাগরিতে ২৪টি সহ ১২০টিরও বেশি বিজয়ী হয় ভোক্তা প্রযুক্তি, পাবলিক সেক্টরের অগ্রগতি, ডিজিটাল সরকার বিভাগে এবং ছাত্র-নেতৃত্বাধীন প্রকল্প সমুহ।
এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিক্টা) ২০০০ সালে প্রতিষ্ঠার পর ২০১৫ সালে বাংলাদেশ থেকে একমাত্র সংগঠন হিসেবে অ্যাপিকটা’র সদস্যপদ লাভ করে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)। বেসিস ২০১৬ সালে অ্যাপিক্টা অ্যাওয়ার্ড তাইপেই-তে প্রথম বার অংশগ্রহণ করে যেখানে বাংলাদেশের একটি দল মেরিট অ্যাওয়ার্ড অর্জন করে। বেসিস’র উদ্যোগে অ্যাপিক্টা অ্যাওয়ার্ড আয়োজন ২০১৭ সালে প্রথম বাংলাদেশে অনুষ্ঠিত হয়, যাতে অন্যান্য সদস্য রাষ্ট্রগুলো অংশগ্রহণ করে।
এশিয়া প্যাসিফিক অঞ্চলের আইসিটি খাতের বৃহত্তম সংগঠন হলো এশিয়া প্যাসিফিক আইসিটি অ্যালায়েন্স (অ্যাপিক্টা)। অ্যাপিক্টা এ অঞ্চলের আইসিটি খাতের উন্নয়নের পাশাপাশি সম্ভাবনাময় ও সফল উদ্যোগ, সফটওয়্যার ও আইসিটি নির্ভর সেবার স্বীকৃতি দিতে প্রতি বছর অ্যাপিক্টা অ্যাওয়ার্ডসের আয়োজন করে থাকে। যার লক্ষ্য হলো এ অঞ্চলের আইসিটি উদ্ভাবন, আইসিটি সচেতনতা বৃদ্ধি করা, ডিজিটাল বিভাজন দূর করতে সহায়তা করা এবং আইসিটি উন্নয়নের প্রচার করা, উদ্ভাবনী আইসিটি পণ্য, সমাধান, পরিষেবা এবং প্রয়োগগুলোকে স্বীকৃতি দেয়া। অ্যাপিক্টা’র এই বার্ষিক পুরস্কার কর্মসূচি উদ্যোক্তা, স্টার্ট-আপ, বড় ও ছোট ব্যবসা, পাবলিক সেক্টর এবং শিক্ষার্থী সহ বিভিন্ন অংশগ্রহণকারীদের একত্রিত করে।
এক কথায় অ্যাপিক্টা হলো এশিয়া প্যাসিফিক অঞ্চলের আইসিটি খাতের বৃহত্তম সংগঠন। অ্যাপিক্টা এর ১৭টি সদস্য- অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ব্রুনেই, চীন, চীনা তাইপেই, হংকং, ইন্দোনেশিয়া, জাপান, ম্যাকাও, মালয়েশিয়া, মায়ানমার, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, নেপাল, ভিয়েতনাম এবং পাকি সহ সব সদস্য দেশগুলোর মধ্যে ডিজিটাল বিভাজন দূর করতে সহায়তা করে।