উদ্যোগ

অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য হলিডে ইন ঢাকায় বিশেষ ছাড়

ক.বি.ডেস্ক: অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য বিশেষ সুবিধা নিশ্চিতে হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের সঙ্গে অংশীদারিত্ব করেছে বাংলালিংক। এর মাধ্যমে বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রাম অরেঞ্জ ক্লাব এর সদস্যরা হলিডে ইন-এর সকল ফুড ও বেভারেজ আউটলেটে ২০ শতাংশ বিশেষ ছাড় উপভোগ করবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের লয়্যালটি প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার জাইন জামান, লয়্যালটি পার্টনারশিপ ম্যানেজার শাহাদাত এইচ মজুমদার, হলিডে ইন ঢাকা সিটি সেন্টারের অপারেশনস ডিরেক্টর শহিদুস সাদেক তালুকদার, ফাইন্যান্স ও বিজনেস সাপোর্ট ডিরেক্টর মোহাম্মদ তানভীর আহমেদ, মার্কেটিং ও কমিউনিকেশন ম্যানেজার মঞ্জুফা মাসুদ চৌধুরী এবং মার্কেটিং এক্সিকিউটিভ সানওয়াজ আবদুল্লাহ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *