আনুষাঙ্গিক প্রযুক্রির পণ্য

ওয়ালটন নিয়ে এসেছে ফোরকে ইন্টারেক্টিভ ডিসপ্লে

ক.বি.ডেস্ক: অফিসিয়াল প্রেজেন্টেশন, ভার্চুয়াল মিটিং কিংবা শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুমের জন্য দেশের বাজারে ওয়ালটন নিয়ে এসেছে নতুন মডেলের বড় স্ক্রিনের ফোরকে ইন্টারেক্টিভ ডিসপ্লে। সিনেক্সা ব্র্যান্ডের ১২টি মডেলের ৬৫ ইঞ্চি থেকে ৯৮ ইঞ্চি পর্যন্ত ফোরকে আইপিএস আলট্রা ইউএইচডি ডিসপ্লে ও টাচস্ক্রিনযুক্ত ইন্টারেক্টিভ ডিসপ্লেগুলো বাজারে ছেড়েছে ওয়ালটন।

সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেগুলো অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে। উন্নত ফিচার এবং দীর্ঘস্থায়ী পারফরম্যান্সের জন্য এই ডিসপ্লে আধুনিক প্রতিষ্ঠানগুলোকে মাল্টিমিডিয়া ব্যবহারে দেবে অনন্য অভিজ্ঞতা। কর্পোরেট অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের জন্য তৈরি সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে রয়েছে অ্যামোলজিক এ৩১১ডি২ অক্টাকোর এআরএম প্রসেসর।

উন্নত পারফরম্যান্সের জন্য এতে ব্যবহৃত হয়েছে ৮ জিবি ডিডিআর৪ র‍্যাম এবং ১২৮ জিবি রম। অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে অ্যান্ড্রয়েড ১৩ অথবা ওপিএস মডিউলের মাধ্যমে উইন্ডোজ ব্যবহারেরও সুযোগ। এতে আরও রয়েছে ২০ পয়েন্ট মাল্টি-টাচ, স্ক্রিন মিররিং, রাইটিং, ইউএসবি ২.০. ও ৩.০, টাইপ এ ও সি, এইচডিএমআই, ল্যান, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.৩, ভিজিএ, অডিও ইন, অডিও আউটসহ অসংখ্য কানেকটিভিটি সুবিধা।

অনলাইন মিটিংয়ের জন্য সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে দেয়া হয়েছে ৪৮ মেগা পিক্সেলের হাই কোয়ালিটি এআই ক্যামেরা। সাউন্ড এক্সপেরিয়েন্স করার জন্য রয়েছে ৩৫ ওয়াট (আরএমএস) পর্যন্ত স্পিকার এবং বিল্টইন মাইক্রোফোন। ফলে অফিসিয়াল প্রেজেন্টেশন, ভার্চুয়াল মিটিং অথবা শিক্ষাপ্রতিষ্ঠানের মাল্টিমিডিয়া ক্লাসরুম হয়ে ওঠবে আরও প্রাণবন্ত। সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লের হাউজিং ম্যাটেরিয়াল হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম বা মেটাল প্লেট যার প্রিমিয়াম লুক অফিস বা ক্লাসরুমের পরিবেশকে করে তুলবে আরো আকর্ষণীয়।

ওয়ালটনের সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লের অ্যান্ড্রয়েড ভার্সনের মূল্য ২,৪৫,০০০ টাকা থেকে শুরু হয়েছে। আর ওপিএস মডিউল সহ মূল্য শুরু হয়েছে ২,৯৯,৭৫০ টাকা থেকে। এ ছাড়াও রয়েছে মেটাল স্ট্যান্ড সহ প্যাকেজ নেয়ার সুবিধা। সিনেক্সা ইন্টারেক্টিভ ডিসপ্লেতে রয়েছে ১ বছর পর্যন্ত ওয়ারেন্টি সুবিধা।

ওয়ালটন প্লাজা থেকে ক্রয়ের পাশাপাশি (https://waltondigitech.com/products/display/interactive-display) ভিজিট করে অনলাইনে সরাসরি অর্ডার করতে পারবেন। কর্পোরেট ক্লায়েন্টদের জন্য থাকছে বিশেষ সুবিধায় অর্ডার করার সুযোগ।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *