মোবাইল স্মার্টফোন

অপো নিয়ে আসছে অপো এ৫ স্মার্টফোন

ক.বি.ডেস্ক: একটি ডিভাইসের মধ্যে শক্তিমত্তা, সক্ষমতা ও অসাধারণ পারফরম্যান্স সমৃদ্ধ আল্টিমেট ডিউরেবিলিটি চ্যাম্পিয়ন অপো এ৫ স্মার্টফোন নিয়ে আসছে প্রযুক্তি ব্র্যান্ড অপো। হঠাৎ ছিটে আসা পানি বা ধুলাবালি থেকে সুরক্ষিত রাখতে এতে ব্যবহৃত আইপি৬৫ ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিজট্যান্স লাইফস্টাইলকে আরও বেশি সক্রিয় করে তুলবে।

অপো এ৫ স্মার্টফোন
ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬,০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং ৪৫ ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ। এআই ক্যামেরা সিস্টেমের ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ২ মেগাপিক্সেল ডেপথ ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল এআই সেলফি ক্যামেরা। এআই ইরেজার ২.০ এর মতো ফিচার, মাত্র কয়েকটি ট্যাপে ছবির অনাকাঙ্ক্ষিত অংশ সরিয়ে মুহূর্তেই এডিট করার সুযোগ দেয়।

১৪-স্টার মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ফোনটিকে হাত থেকে পড়ে যাওয়া বা কোণায় আঘাত পাওয়া থেকে সুরক্ষিত রাখবে। এর আলট্রা-ব্রাইট ১,০০০ নিট ডিসপ্লে প্রখর সূর্যালোকেও প্রাণবন্ত ভিজ্যুয়াল নিশ্চিত করে। ব্যবহার করা হয়েছে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, যা স্মুথ মাল্টিটাস্কিং ও কনটেন্টের জন্য পর্যাপ্ত স্পেস নিশ্চিত করে।

মিস্ট হোয়াইট ও অরোরা গ্রিন, দুইটি অনন্য রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। অপো এ৫ স্মার্টফোনটির মূল্য ১৯,৯৯০ টাকা। বিস্তারিত: www.oppo.com/bd।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *