আনুষাঙ্গিক মোবাইল

অপো এ৩এক্স ফোনে মূল্য ছাড়

ক.বি.ডেস্ক: ২০২৪ সালের সেপ্টেম্বরে দেশের স্মার্টফোন বাজারে আসে ‘অপো এ৩এক্স’। এই ডিভাইসটির ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি রম ভ্যারিয়েন্ট এখন দেশের অপো অথোরাইজড আউটলেটগুলোতে মিলবে ১ হাজার টাকা কম মূল্যে, মাত্র ১৪,৯৯০ টাকায়; যেটির বাজারমূল্য আগে ছিল ১৫,৯৯০ টাকা। নতুন মূল্যে স্মার্টফোনটি এখন সারা দেশে পাওয়া যাচ্ছে।

অপো এ৩এক্স মোবাইলে আছে মেলিটারি গ্রেড শক রেজিস্ট্যান্স- যেটি ১.২ মিটার ওপর থেকে পড়ে যাওয়া ফোনকেও ক্ষতি থেকে নিরাপত্তা দেয়। বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ফোনটি পড়ে গেলে কিংবা স্মার্টফোনের ওপর দিয়ে মোটরসাইকেল চলে যাওয়াসহ যেকোনো পরিস্থিতিতে ডিভাইস থাকে নিরাপদ। এত শক্ত গড়নের দারুণ স্মার্টফোনটি মোটেও পুরু নয় বরং বেশ স্লিম।

আরও আছে লিকুইড রেজিস্ট্যান্স। তাই কফি, দুধ, চা, স্যুপ অথবা যেকোনো তরল থেকে ফোন থাকে নিরাপদ। এছাড়া- ডিভাইসটির স্ল্যাশ টাচ টেকনোলজি বৃষ্টির পানিতে কিংবা ভিজা হাতে ফোনটি নির্বিঘ্নভাবে অপারেট করার সুযোগ করে দেয়, স্ট্রিমিং, মেসেজিং করা যায় কোনো বাধা ছাড়াই।

এই স্মার্টফোনে রয়েছে- ৪৫ ওয়াট সুপারভোগ ফ্ল্যাশ চার্জিং সুবিধাযুক্ত ৫,১০০এমএএইচ এর ব্যাটারি। ল্যাব টেস্টে দেখা যায়- ৩০ মিনিটেই এর ব্যাটারি ৫০ শতাংশ ব্যাটারি সক্ষমতা পূরণ করতে সক্ষম এবং ৭৪ মিনিটেই স্মার্টফোনটি পূর্ণ চার্জ সম্পন্ন করে। ১,০০০ নিটসের পিক ব্রাইটনেস রয়েছে, যা সরাসরি সূর্যালোকের মধ্যেও স্ক্রিনের স্পষ্টতা নিশ্চিত করে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *