অনুষ্ঠিত হলো রেডমি ১৫ পাওয়ার নাইট

ক.বি.ডেস্ক: শক্তি, তারার ভিড় আর প্রাণচাঞ্চল্যে আয়োজিত হলো শাওমি বাংলাদেশ এর রেডমি ১৫ পাওয়ার নাইট। এই বিশেষ আয়োজনে একত্র হয়েছিলেন দেশের তারকা, কনটেন্ট ক্রিয়েটর, প্রযুক্তিপ্রেমী শাওমি ফ্যানরা। অনুষ্ঠানটি দেশের কন্টেন্ট নির্মাতাদের মিলনমেলায় পরিণত হয়।
রেডমি ১৫ পাওয়ার নাইট এ উপস্থিত ছিলেন শাওমি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী এবং ডেপুটি কান্ট্রি ম্যানেজার লুথার লিউ। সঞ্চালনায় করেন রাফসান শাবাব।
স্মার্টফোনটিতে ৭০০০ মিলি-অ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে রয়েছে ১৮ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা। স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসর ও ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট। ভিডিও কনটেন্ট কিংবা অ্যান্ড্রয়েড গেমস উপভোগ করার জন্য রয়েছে ৬.৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে। ১২৮ জিবি স্টোরেজ সহ ৬ জিবি র্যামের মূল্য ১৭,৯৯৯ টাকা ও ২৫৬ জিবি স্টোরেজ সহ ৮ জিবি র্যামের মূল্য ২০,৯৯৯ টাকা।