উদ্যোগ

অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক এআই অলিম্পিয়াড ২০২৬’-এর বাংলাদেশ বাছাই পর্ব

ক.বি.ডেস্ক: ‘আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড ২০২৬’ (IAIO) -এর বাংলাদেশ বাছাই পর্ব ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজিতে (আইআইটি) অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় সারা দেশের মেধাবী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ও কমপিউটার ভিশনভিত্তিক ৫ ঘণ্টাব্যাপী কাগল চ্যালেঞ্জে।

গতকাল শনিবার (১১ অক্টোবর) বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) আয়োজিত উন্মুক্ত এই প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণি থেকে এইচএসসি ২০২৫ এবং পলিটেকনিকের ৪র্থ সেমিস্টার পর্যন্ত অংশগ্রহণকারীরা শিক্ষার্থীরা বাস্তব জীবনের সমস্যা সমাধানের মাধ্যমে তাদের সৃজনশীলতা ও প্রযুক্তিগত দক্ষতা প্রদর্শনের সুযোগ পেয়েছে।

এই প্রতিযোগিতা থেকে বাছাই করা প্রতিযোগীরা আগামী আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড-এর গ্রুমিং ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পাবেন, যেখানে তারা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ ও মেন্টরশিপ গ্রহণ করবেন। পরবর্তীতে বাংলাদেশ কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াড (BdAIO)-এর সরাসরি নির্বাচিতদের সঙ্গে তারা মিলে স্লোভেনিয়ায় অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (IAIO) ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।

উল্লেখ্য, গত বছর সৌদি আরবের রিয়াদে বাংলাদেশের দল প্রথমবারের মতো বিশ্ব মঞ্চে অংশগ্রহণ করে দুটি রৌপ্য ও দুটি ব্রোঞ্জ পদক অর্জন করে, যা দেশের কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি শিক্ষার অগ্রযাত্রায় এক অনন্য মাইলফলক হিসেবে বিবেচিত হয়েছে। সেই সাফল্যের ধারাবাহিকতায় এবারও বাংলাদেশ দল নিজেদের আরও উঁচুতে তুলে ধরার প্রত্যয় নিয়ে প্রস্তুতি নিচ্ছে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *