উদ্যোগ

অনার ‘কিনলেই জিতবেন’ চলবে ফেব্রুয়ারি জুড়ে

ক.বি.ডেস্ক: স্মার্টফোনপ্রেমীদের জন্য সম্প্রতি আকর্ষণীয় এক ক্যাম্পেইন ‘কিনলেই জিতবেন’ নিয়ে এসেছে অনার বাংলাদেশ। ব্র্যান্ডের সর্বশেষ স্মার্টফোনগুলো সাশ্রয়ে মানুষের হাতে পৌঁছে দিতে এই ক্যাম্পেইনটি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এতে করে, ভালোবাসা ও উদযাপনের মাস ফেব্রুয়ারি জুড়ে ক্রেতারা প্রিমিয়াম ডিভাইস কেনার ক্ষেত্রে আকর্ষণীয় ক্যাশব্যাক অফার গ্রহণের সুযোগ পাবেন।

অফারের অংশ হিসেবে, পোর্ট্রেইট মাস্টার অনার ২০০ সিরিজের স্মার্টফোন কেনার ক্ষেত্রে ক্রেতারা ১,০০০ থেকে ৫,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক গ্রহণের সুযোগ পাবেন। ৫৯,০০০ টাকা মূল্যের অনার ২০০ এবং ৭৬,৯৯৯ টাকা মূল্যের অনার ২০০ প্রো স্মার্টফোন। অনার ২০০ সিরিজের পাশাপাশি, অন্যান্য মডেলেও ক্যাশব্যাক অফার গ্রহণ করতে পারবেন ক্রেতারা।

অনার এক্স৯বি-এর ক্ষেত্রে ৩,০০০ থেকে ৫,০০০ টাকা ক্যাশব্যাক এবং অনার এক্স৮বি-এর ক্ষেত্রে ৫০০ থেকে ৫,০০০ টাকা ক্যাশব্যাক অফার পাবেন ক্রেতারা। এই পুরো ক্যাম্পেইন জুড়েই বাংলাদেশি ক্রেতারা সাশ্রয়ী মূল্যে সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোন কেনার সুযোগ পাবেন।

ডিভাইস সুরক্ষিত রাখতে ১ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি থাকছে; তার ওপর, জিপিস্টার ব্যবহারকারীরা ৮০০ টাকা মূল্যের অতিরিক্ত আরও ৬ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন একদম বিনা মূল্যে। ফেব্রুয়ারিতে নিজের ভাষা ও সংস্কৃতিকে উদযাপন করার পাশাপাশি, এখন অবিশ্বাস্য মূল্যে অনারের উদ্ভাবনী স্মার্টফোন উপভোগের সুযোগ এসেছে। বিস্তারিত: https://smart-honor.com/shop-location

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *