আনুষাঙ্গিক মোবাইল

অনার’র বিশেষ ঈদ ক্যাম্পেইনে ১ লাখ টাকা জেতার সুযোগ!

ক.বি.ডেস্ক: আসন্ন ঈদ-উল-ফিতরের আনন্দ উদযাপনকে আরও বহুগুণ বৃদ্ধি করতে এক বিশেষ ঈদ ক্যাম্পেইন নিয়ে এলো অনার বাংলাদেশ। এই ক্যাম্পেইনটি আগামী চাঁদ রাত পর্যন্ত চলবে। স্মার্টফোনপ্রেমীদের জন্য এবারের ঈদ উদযাপনকে আরও অনন্য করে তুলতে আকর্ষণীয় নগদ পুরস্কারের সুযোগ নিয়ে এসেছে এই প্রযুক্তি ব্র্যান্ডটি।

বিশেষ এই ক্যাম্পেইনের আওতায়, যেকোনো অনার স্মার্টফোন বা এআইওটি ডিভাইস কিনলেই ক্রেতারা একটি ইনস্ট্যান্ট লটারিতে অংশগ্রহণের সুযোগ পাবেন। লটারির বিজয়ীরা সর্বোচ্চ ১ লাখ টাকা নগদ পুরস্কার, অনার ব্র্যান্ডশপ থেকে একটি কিনলে একটি ফ্রি অফার, নির্দিষ্ট ডিভাইসের ক্ষেত্রে ৫০০ টাকা থেকে ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার জিতে নিতে পারবেন। এ ছাড়াও ব্যাকপ্যাক, কফি মগ ও হট ওয়াটার ফ্লাস্কের মতো অনার ব্র্যান্ডের আরও বেশকিছু উপহার জিতে নেয়ার সুযোগ পাবেন।

লটারির এই পুরস্কারের পাশাপাশি, সকল ক্রেতাকে নিশ্চিত উপহার হিসেবে একটি অনার টি-শার্ট এবং সনি স্মার্ট শোরুম থেকে সনি’র স্মার্ট পণ্য কেনার ওপর সর্বোচ্চ ২% ক্যাশব্যাক প্রদান করা হবে। এ ছাড়াও, নির্দিষ্ট মডেল কেনার ক্ষেত্রে সম্পূর্ণ বিনামূল্যে ইন্টারনেট প্যাকেজ পাবেন ক্রেতারা। একইসঙ্গে, ক্রেতারা নির্দিষ্ট ব্যাংকের ক্ষেত্রে শূন্য শতাংশ ইন্টারেস্টে ইএমআই সুবিধা উপভোগ করতে পারবেন। বিস্তারিত: www.smart-honor.com

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *