অনলাইনে আয়কর রিটার্ন দাখিল প্রায় ৬ লাখ
ক.বি.ডেস্ক: করদাতাদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা প্রায় ৬ লাখ অতিক্রম করেছে। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশন সংখ্যা ১৩ লাখ অতিক্রম করেছে। অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোন প্রকার কাগজপত্র দাখিল/আপলোড করতে হয়না। অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া অধিকতর সহজ ও সাবলীল করার জন্য করদাতাদের নিকট থেকে যে ফিডব্যাক গ্রহণ করা হয়েছে সেগুলো বাস্তবায়নের ফলে অনলাইন রিটার্ন দাখিল প্লাটফর্মটি সম্মানিত করদাতাদের নিকট ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতাগণ সহজে এবং দ্রুত তাঁদের ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিলপূর্বক দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন।
একইসঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতাগণ কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয় (Adjustment of Tax Refund) করার সুবিধা পাচ্ছেন। এ বিষয়ে কল সেন্টার এর মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
অনলাইনে আয়কর রিটার্ন দাখিলকারী সকল করদাতাকে জাতীয় রাজস্ব বোর্ড সুষ্ঠুভাবে রিটার্ন দাখিল এবং ঝামেলা বিহীন সেবা পেতে অনলাইনে রিটার্ন দাখিল করার জন্য আহবান জানাচ্ছে।