মোবাইল স্মার্টফোন

৫০ এমপি আল্ট্রা-ওয়াইড সেলফিসহ রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু

ক.বি.ডেস্ক: অপো বাংলাদেশ তাদের বহুল প্রতীক্ষিত রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার ঘোষণা করেছে। নতুন এই স্মার্টফোনটি উন্মোচনের আগেই দেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য মোবাইল ইমেজিংয়ের ভবিষ্যৎ অভিজ্ঞতার সুযোগ করে দিচ্ছে অপো। স্মার্টফোনটিতে ইন্টেলিজেন্ট ইমেজিং, উন্নত পোর্ট্রেইট আর্ট এবং শক্তিশালী ভিডিও পারফরম্যান্সকে বিশেষভাবে গুরুত্ব দেয়া হয়েছে।

অপো রেনো১৫ সিরিজ ফাইভজির সবচেয়ে আকর্ষণীয় ফিচার হলো ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেলফি ক্যামেরা। যা কেবল মুখ নয়, বরং একটি ফ্রেমের মধ্যে আপনার চারপাশ এবং প্রতিটি মুহূর্তের গল্প নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে সক্ষম। গ্রুপ সেলফি থেকে শুরু করে ভ্রমণের রোমাঞ্চকর মুহূর্ত, সবই এখন হবে আরও জীবন্ত। সঙ্গে রয়েছে ৩.৫এক্স টেলিফটো ভাইব পোর্ট্রেইট, যা সাধারণ পোর্ট্রেইটকেও শৈল্পিক রূপ দেয়।

ফটোগ্রাফিকে আরও নিখুঁত করতে যোগ করা হয়েছে এআই পোর্ট্রেইট গ্লো। এটি অপোর একটি ইন্টেলিজেন্ট বিউটি অ্যান্ড লাইটিং অ্যালগরিদম যা স্কিন টোন এবং পারিপার্শ্বিক আলোর মধ্যে ভারসাম্য বজায় রাখে। ভিডিও নির্মাতাদের জন্য রয়েছে ৪কে এইচডিআর আল্ট্রা-স্টেডি ভিডিও। এটি হাই রেজ্যুলেশনের এইচডিআর ভিজ্যুয়ালের সঙ্গে উন্নত স্ট্যাবিলাইজেশন প্রযুক্তির সমন্বয়। ট্রাভেল ভ্লগ থেকে শুরু করে ব্যক্তিগত মুহূর্তগুলো এখন থেকে সিনেমার মতো নিখুঁতভাবে ধারণ করা সম্ভব।

সীমিত সময়ের প্রি-অর্ডারে থাকছে বিশেষ সব উপহার। যারা প্রি-অর্ডার করবেন, তারা নিশ্চিত উপহার হিসেবে পাবেন এক জোড়া টিডব্লিউএস ইয়ারবাডস, ২,০০০ টাকা পর্যন্ত গোজায়ান ট্রাভেল কুপন। এ ছাড়া ১৪টি নির্ধারিত ব্যাংকের মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা, টপপে’র মাধ্যমে মাসিক মাত্র ২,৮১৫ টাকায় ৯ মাসের কিস্তি সুবিধা।

প্রি-অর্ডারের সঙ্গে থাকছে ১,২৯৯ টাকা মূল্যের ১ বছরের ফ্রি স্ক্রিন প্রোটেকশন প্ল্যান এবং ৭৯৯ টাকা মূল্যের অতিরিক্ত ১ বছরের ওয়ারেন্টি সুবিধা। ‘নিউ ইয়ার মেগা লটারি অফারে’ অংশ নেয়ার সুযোগ। লটারিতে থাকছে অপো এনকো বাডস৩ প্রো, একটি কিনলে একটি ফ্রি (বোগো) অফার, একটি মিলিয়ন টাকা ড্রিম ট্রিপ, অপো ওয়াচ এক্স২ এবং রুম হিটারের মতো আকর্ষণীয় সব পুরস্কার।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *