মোবাইল সাম্প্রতিক সংবাদ স্মার্টফোন

২৬ এপ্রিল আসছে রিয়েলমি’র দুটি স্মার্টফোন এবং গেম প্রো কিট

ক.বি.ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আসন্ন ঈদের বাজার মাতাতে বাংলাদেশে নিয়ে আসছে দুইটি স্মার্টফোন এবং প্রো গেমিং কিট। আগামী ২৬ এপ্রিল অনলাইন উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে বাজারে আসছে স্টাইলিশ এবং দুর্দান্ত পারফরমেন্সের রিয়েলমি ৮। সঙ্গে আসছে আপগ্রেডেড এন্ট্রি লেভেল সি সিরিজ থেকে রিয়েলমি সি২৫। পাশাপাশি রিয়েলমি গেম প্রো কিট। উন্মোচন অনুষ্ঠানে অংশগ্রহন করে জিতে নিতে পারেন নতুন আসা স্মার্টফোন। এ জন্য ক্লিক করতে হবে: https://rebrand.ly/realme 8 and C25 Launch Event

রিয়েলমি ৮ স্মার্টফোনটি ৮ মিলিমিটারেরও কম পুরুত্ব এবং খুবই পাতলা। আছে হেলিও জি ৯৫ গেমিং প্রসেসর, জি ৯৫+ সুপার অ্যামোলেড ফুল স্ক্রিন ডিসপ্লে। এই ফোনের গেমিং প্রসেসর সুপার-ফাস্ট র‌্যাম এবং এআই এর সমন্বয়ে মোবাইল গেম প্রেমীদের জন্য অবিশ্বাস্য গেমিং অভিজ্ঞতা প্রদান করবে। রিয়েলমি ৮ হ্যান্ডসেটটি মূলত এইট সিরিজের একটি স্মার্টফোন। এইট সিরিজের ফোনগুলোতে হাই-রেজ্যুলেশন ক্যামেরা, টিল্ট শিফট এবং স্টারি মোডের পাশাপাশি ডুয়াল ভিউ মোড রয়েছে।

রিয়েলমি সি সিরিজের আপগ্রেডেড স্মার্টফোন রিয়েলমি সি২৫। রিয়েলমি সি২৫ টিউভি রাইনল্যান্ড উচ্চ নির্ভরযোগ্যতা স্মার্টফোন প্রশংসাপত্র প্রাপ্ত স্মার্টফোন এবং ৪৮ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরাসহ প্রথম সি সিরিজের স্মার্টফোন। সি২৫ এ আছে বিশাল ডিসপ্লে এবং ব্যবহারকারীদের জন্য অবিশ্বাস্য সব কাস্টমাইজেশন অপশনস। থাকছে মেগা ব্যাটারি, যার সাহায্যে এই ফোন ৪৭ দিন পর্যন্ত স্ট্যান্ডবাই মোডে থাকতে পারে। ব্যবহারকারীরা এই ফোনে তাত্ক্ষণিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফ্লিপ টু মিউট, ডুয়াল মোড মিউজিক শেয়ার, অ্যাপ লক এবং হাইড এর মতো সুবিধাজনক বিভিন্ন ফিচার পাবেন।

রিয়েলমি গেমারদের জন্য রিয়েলমি কুলিং ব্যাক ক্লিপ এবং রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গার স্লীভস নিয়ে আসছে। রিয়েলমি মোবাইল গেম ফিঙ্গার স্লীভস বিশেষত এমন গেমারদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের হাত ঘেমে যায়। এই গেমিং কিটের সাহায্যে একজন গেমার মসৃণভাবে গেম নিয়ন্ত্রণ করতে পারবেন কারণ এই স্লীভসগুলো বৈদ্যুতিক পরিবাহিতা এবং উচ্চ সংবেদনশীলতা নিশ্চিত করে। এসব কারণেই আসন্ন ঈদে রিয়েলমির নতুন স্মার্ট ডিভাইসগুলো নিশ্চিতভাবেই বাজার মাতাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *