সাম্প্রতিক সংবাদ

২১ জুন বিসিএস’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন

ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ: মাত্র চার মাসের মাথায় ২০২৪-২৬ মেয়াদের নির্বাচিত কার্যনির্বাহী পরিষদের পদত্যাগ, জরুরি তলবি সভার মাধ্যমে আহবায়ক কমিটি গঠন আর অবশেষে প্রশাসক নিয়োগ নানা বিতর্কের অবসান ঘটিয়ে আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে বিসিএস’র কার্যনির্বাহী পরিষদের নির্বাচন। এবার বিসিএস’র ১১টি শাখা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছেনা। রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন ও ভোট গ্রহণ চলবে।

দেশের আইসিটি শিল্পের প্রধান বাণিজ্য সংগঠন বাংলাদেশ কমপিউটার সমিতি’র (বিসিএস) ২০২৫-২৭ মেয়াদকালের দ্বিবার্ষিক সাত সদস্যের কার্যনির্বাহী পরিষদের (ইসি) নির্বাচন আগামী ২১ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন বোর্ড প্রকাশিত চুড়ান্ত ভোটার তালিকার তথ্য মতে আসন্ন নির্বাচনে বিসিএস’র ৩,০৯১ সদস্যের মধ্যে ১,৫৩০ জন ভোটার হয়েছেন।

নির্বাচনী বোর্ড

বিসিএস’র ২০২৫-২৭ মেয়াদকালের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান হলেন বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব (এফটিএ-১ শাখা, এফটিএ অনুবিভাগ) শরীফ রায়হান কবির। সদস্যদ্বয় হলেন বাণিজ্য মন্ত্রনালয়ের উপসচিব (অবা-১ শাখা, আইআইটি অনুবিভাগ) সন্দীপ কুমার সরকার এবং  মো. সিরাজুল ইসলাম সহকারি বাণিজ্য পরামর্শক (উপনিয়ন্ত্রক, এফট্এ অনুবিভাগ )।

নির্বাচনী তফসিল
আগামী ২১ জুন (শনিবার), বিসিএস’র ২০২৫-২৭ মেয়াদকালের সাত সদস্যের ইসি নির্বাচন অনুষ্ঠিত হবে। গত মঙ্গলবার (১৩ মে) চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদান গত বুধবার ১৪ মে থেকে শুরু হয়েছে এবং তা চলবে ২০ মে মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত।

নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোয়নপত্র জমাদানের শেষ সময় ২০ মে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২১ মে বুধবার। মনোয়নপত্র বাতিলের ওপর কোনো অভিয়োগ থাকলে তা জানানোর শেষ সময় ২২-২৪ মে বিকাল ৫টা পর্যন্ত। তার শুনানি ও নিস্পত্তির শেষ সময় ২৫-২৭ মে। বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে ২৮ মে বুধবার। প্রার্থীতা প্রত্যাহার ২৯-৩১ মে বিকাল ৫টা পর্যন্ত। চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ১ জুন রবিবার।

আগামী ২১ জুন (শনিবার) রাজধানীর মিন্টু রোডে অবস্থিত শহীদ আবু সাঈদ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে নির্বাচন ও ভোট গ্রহণ চলবে। নির্বাচন ও ভোট গ্রহণ শেষে সেদিনই ভোট গননা করা হবে। নির্বাচনের প্রাথমিক ফলাফল ঘোষনা ২১ জুন সন্ধ্যায়। নির্বাচিত প্রার্থীদের মধ্যে পদবন্টনের নির্বাচন ২২ জুন রবিবার, সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনের ফলাফল বিষয়ে কোনো আপত্তি থাকলে তা লিখিতভাবে দাখিলের শেষ সময় ২২-২৪ জুন বিকাল ৫টা পর্যন্ত। নির্বাচনের ফলাফল বিষয়ে কোনো আপত্তি থাকলে তার শুনানি ও নিস্পত্তি ২৫-২৭। চুড়ান্ত ফলাফল ঘোষনা ২৮ জুন শনিবার।

উল্লেখ্য, বিসিএসের ইতিহাসে এবারই প্রথম কার্যনির্বাহী পরিষদের (ইসি) সকল সদস্য গত বছর ২০২৪ সালের ২০ আগস্ট একসঙ্গে পদত্যাগ করেন। বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে এবং অরাজনৈতিক ও বাণিজ্যিক সংগঠন হিসেবে বিসিএসকে রাজনীতিমুক্ত রাখার সংস্কারের দাবিতে শ্রদ্ধা জানিয়ে মাত্র চার মাসের মাথায় নির্বাচিত সকল ইসিবৃন্দ পদত্যাগ করেন। গত বছর ২০২৪ সালের ৩ এপ্রিল বিসিএস এর ২০২৪-২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

বিসিএসের কার্যনির্বাহী পরিষদের (ইসি) পদত্যাগের পরিপ্রেক্ষিতে গত বছর ২০২৪ সালের ২৫ সেপ্টেম্বর বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা মোতাবেক বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নাহিদ আফরোজকে বিসিএস এর প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়। নিয়োগকৃত প্রশাসক ১২০ (একশত বিশ) দিনের মধ্যে একটি সুস্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিত কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর করে মন্ত্রণালয়কে অবহিত করবেন।

প্রশাসক নিয়োগ দেয়ার আগে গত বছর ২০২৪ সালের ২ সেপ্টেম্বর বিসিএস’র ৩৫০ জন্য সদস্যের স্বাক্ষরিত লিখিত চিঠির দাবির পরিপ্রেক্ষিতে ‘জরুরি তলবি সভা’ অনুষ্ঠিত হয়। দেশের আইসিটি খাতের প্রধান এই সংগঠনটি যাতে নেতৃত্ব সংকটের সম্মুখীন না হয় এবং প্রশাসক নিয়োগ যাতে না হয় তারই পরিপ্রেক্ষিতে সদস্যদের সম্মতিক্রমে ‘জরুরি তলবি সভা’র আয়োজন করা হয়।

‘জরুরি তলবি সভা’র মাধ্যমে উপস্থিত সবার সম্মতিক্রমে বিসিএস’র আহবায়ক এর দায়িত্ব দেয়া হয় বিসিএস’র ২০২২-২৪ মেয়াদের কার্যনির্বাহী পরিষদের (ইসি) সাবেক পরিচালক ও স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলামকে। সভার সভাপতিত্ব করেন বিসিএস’র সাবেক সভাপতি ড. মো. সবুর খান।

বিসিএস কর্তৃক প্রেরিত আহবায়ক কমিটি বাণিজ্য সংগঠন আইন, ২০২২ ও বাণিজ্য সংগঠন বিধমিালা, ১৯৯৪ এবং সংগঠনটির সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ি আহবায়ক কমিটি গঠনের নির্দেশনা নেই। বিসিএস এর সব কার্যক্রমের ধারবাহিকতা বজায় রাখার লক্ষে বাণিজ্য সংগঠন আইন ২০২২, বাণিজ্য সংগঠন বিধমিালা, ১৯৯৪, সংগঠনটির সংঘবিধি ও সংঘস্মারক অনুযায়ি পরিচালিত হওয়া আবশ্যক।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *