১৬ ডিসেম্বর থেকে বিদেশি ফোন চালু রাখতে নিবন্ধন বাধ্যতামূলক
ক.বি.ডেস্ক: বাংলাদেশে ব্যবহৃত বিদেশি মোবাইল ফোনের ওপর কঠোরতা আনছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। আগামী ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে দেশে আনা সব বিদেশি বা আনঅফিশিয়াল মোবাইল ফোন চালু রাখতে বাধ্যতামূলক করা হচ্ছে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) নিবন্ধন।
বিটিআরসি জানায়, দেশের ভেতরে বৈধভাবে আমদানি করা ও অনুমোদিত মোবাইল ফোনগুলো স্বয়ংক্রিয়ভাবে এনইআইআর সিস্টেমে নিবন্ধিত থাকবে। তবে বিদেশ থেকে ব্যক্তিগতভাবে আনা বা উপহারপ্রাপ্ত মোবাইল ফোন দেশে নেটওয়ার্কে যুক্ত হওয়ার পর ৩০ দিনের মধ্যে নিবন্ধন করতে হবে, না হলে মোবাইল ফোনটি নেটওয়ার্কে আর সচল থাকবে না।
ব্যবহারকারীদের সুবিধায় অপারেটরদের পক্ষ থেকে প্রয়োজনীয় তথ্য যাচাই করে এসএমএসের মাধ্যমে নিবন্ধন সংক্রান্ত নির্দেশনা পাঠানো হবে। নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা যাবে অনলাইনে https://neir.btrc.gov.bd এই ঠিকানায়।
বিটিআরসি আরও জানায়, বিদেশি মোবাইল ফোন নিবন্ধনের পুরো প্রক্রিয়াটি সহজ, দ্রুত ও স্বচ্ছ করার লক্ষ্যেই নতুন এ নিয়ম কার্যকর করা হচ্ছে, যাতে চুরি, অবৈধ আমদানি ও নকল ডিভাইস নিয়ন্ত্রণ করা যায়। সহায়তা পেতে যেভাবে যোগাযোগ করবেন- বিটিআরসি হেল্পলাইন ১০০; সব মোবাইল অপারেটর থেকে ডায়াল করুন *১৬১৬১# (সেবা চালু হবে ১৬ ডিসেম্বর ২০২৫); অপারেটর কাস্টমার কেয়ার ১২১।
বিটিআরসি আশা করছে, নতুন এই নীতিমালা কার্যকর হলে দেশের মোবাইল ফোন ডিভাইসের নিরাপত্তা, গ্রাহক সুরক্ষা এবং নেটওয়ার্ক মান আরও উন্নত হবে।





