মোবাইল স্মার্টফোন

হাই পারফরম্যান্সের শাওমি রেডমি ১৪সি

ক.বি.ডেস্ক: নিত্যদিনের ডিজিটাল জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করে তুলতে স্মার্টফোন প্রেমীদের জন্য শাওমি নিয়ে এলো রেডমি ১৪সি। স্মার্টফোনটিতে রয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসসর, ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬.৮৮ ইঞ্চি ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা। চারটি অভিজাত ও আকর্ষণীয় রঙে- সেইজ গ্রীন, মিডনাইট ব্ল্যাক, ড্রিমি পার্পল ও স্টারি ব্লু পাওয়া যাচ্ছে। সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম সব ফিচার উপভোগের স্মার্টফোনটির মূল্য ১৪ হাজার ৯৯৯ টাকা।

শাওমি রেডমি ১৪সি
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৮৮ ইঞ্চি এইচডি প্লাস ডট ড্রপ ডিসপ্লে, যাতে পাওয়া যাবে ২৬০ পিপিআই ও ১৬৪০x৭২০ পিক্সেলের রেজ্যুলেশন। ১২০ হার্টজ রিফ্রেশ রেটের এই স্মার্টফোনটিতে কন্টেন্ট ব্রাউজ করা, ভিডিও দেখা বা মোবাইল গেমিং উপভোগের সময় পাওয়া যাবে স্মুথ পারফরম্যান্স। ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং ফোনটির গতি বাড়িয়ে দিবে বহুগুন। ৪৫০ নিটস ও ৬০০ হাই ব্রাইটনেস মোড থাকার কারণে সূর্যের আলোতেও উপভোগ করা যাবে প্রাণবন্ত ছবি। লো ব্লু লাইট ও ফ্লিকার-ফ্রি সার্টিফিকেশন থাকায় ডিসপ্লেটি দীর্ঘ সময় পড়া বা ভিডিও কল করার জন্য উপযুক্ত।

ডিসপ্লের পাশাপাশি ফোনটির ডিজাইনও নজরকাড়া। ফ্ল্যাট ফ্রেম ও সার্কুলার ক্যামেরা ডিজাইনের স্টাইলিশ ফোনটি ৮.২২ মিমি পুরু। পিছন দিকের স্টার ট্রেইল প্যাটার্ন ফোনটির সামগ্রিক ডিজাইনে এনেছে বৈচিত্র্যের ছাপ। ফোনটির ৫০ মেগাপিক্সেল ডুয়াল-ক্যামেরা ব্যবহার করে অনায়াসে তোলা যাবে উচ্চ-মানের চমৎকার সব ছবি। ফোনটির প্রাইমারি ক্যামেরা ৫০ মেগাপিক্সেল যাতে রয়েছে ৫পি লেন্স ও এফ/১.৮ অ্যাপারচার। ফোনটির সামনের দিকে রয়েছে এফ/২.০অ্যাপারচারসহ ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যা দিয়ে তুলতে পারবেন ক্রিস্টাল-ক্লিয়ার ছবি।

স্মার্টফোনটিতে রয়েছে ৫ হাজার ১৬০ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি, যা দিবে নিশ্চিন্তে দীর্ঘ সময় ব্যবহার করার নিশ্চিয়তা। এক চার্জেই ১৪০ ঘণ্টা মিউজিক প্লেব্যাক, ৪২ ঘণ্টা কল টাইম এবং ২২ ঘণ্টা ভিডিও প্লেব্যাক উপভোগ করা যাবে। দেওয়া হয়েছে মিডিয়া টেক হেলিও জি৮১ আল্ট্রা প্রসেসসর, যা ফোনটির কর্মদক্ষতাকে আরও বাড়িতে তোলে। দ্রুতগতির পারফরম্যান্স নিশ্চিত করতে ফোনটিতে ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ রয়েছে। র‍্যামটিকে ১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *