উদ্যোগ

হলিউড থেকে বলিউড, টফিতে দেখা যাবে ২ হাজারেরও বেশি মুভি

ক.বি.ডেস্ক: বিশ্বমানের বিনোদন বাংলাদেশের দর্শকদের কাছাকাছি পৌঁছে দিতে নিজেদের কনটেন্ট লাইব্রেরিতে হলিউড-বলিউডের ২ হাজারেরও বেশি মুভি যুক্ত করেছে টফি। প্রিমিয়াম এন্টারটেইনমেন্টকে মাত্র এক ক্লিকে সবার জন্য যেকোনো জায়গায় সহজলভ্য করতে এ উদ্যোগ নেয়া হয়েছে। বাংলাদেশি দর্শকদের জন্য বিনোদনের জগত সমৃদ্ধ করছে টফি। স্ট্রিমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে লায়নসগেট প্লে’র আন্তর্জাতিক ও স্থানীয় কনটেন্ট সাশ্রয়ী মূল্যে নিয়ে আসছে এই অ্যাপ।

সম্প্রতি লায়নসগেট প্লে’র সঙ্গে এক চুক্তির মধ্য দিয়ে এখন টফি এর সকল ব্লকব্লাস্টার ফ্র্যাঞ্চাইজি, সমালোচক দ্বারা সমাদৃত চলচ্চিত্র ও জনপ্রিয় সব সিরিজ নিয়ে এসেছে। সাবস্ক্রাইবাররা এখন মাসে মাত্র ৯৯ টাকায় এই বিস্তৃত মুভি কালেকশন উপভোগ করার সুযোগ পাবেন, এক্ষেত্রে নির্দিষ্ট সময়ের জন্য ৭০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়ের সুযোগও রয়েছে। সাবস্ক্রাইবাররা প্রাইমটাইম এমি অ্যাওয়ার্ডস, গোল্ডেন গ্লোবস ও বিএএফটিএএস সহ মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড শো দেখার সুবর্ণ সুযোগ পাবেন, যা তাদের বিনোদনের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করবে।

লায়নসগেট প্লে’র সঙ্গে অংশীদারিত্ব বিশ্বমানের বিনোদনকে সাশ্রয়ী মূল্যে হাতের নাগালে নিয়ে আসতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাশ্রয়ী মূল্যে বলিউডের বাছাই করা ফিল্ম সহ অনবদ্য সব আন্তর্জাতিক কনটেন্ট উপভোগ করার মাধ্যমে দেখার অভিজ্ঞতা সমৃদ্ধ করবে এ অংশীদারিত্ব।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *