উদ্যোগ

স্যামসাংয়ের পদ্মা সেতু ফটোগ্রাফি: ‘গ্যালাক্সি ট্যাব এ’ জয়ী অপুর্ব জুনাইদ

ক.বি.ডেস্ক: পদ্মা বহুমুখী সেতুর উদ্বোধন উপলক্ষে স্যামসাং মোবাইল বাংলাদেশ একটি ফটোগ্রাফি ক্যাম্পেইনের আয়োজন করে। সম্প্রতি ক্যাম্পেইনের বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা শুরু করেছে প্রতিষ্ঠানটি। দেশের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ স্থাপনাটির দূর্দান্ত একটি ল্যান্ডস্কেপ তুলে ইতোমধ্যে একটি গ্যালাক্সি ট্যাব এ জিতে নিয়েছেন অপুর্ব জুনাইদ। শীঘ্রই ক্যাম্পেইন সেরা ছবি ও প্রথম স্থান অধিকারীর নামসহ বাকি সৌভাগ্যবান বিজয়ীদের নাম ঘোষণা করবে স্যামসাং।

গত ২৭ জুন থেকে ১৫ জুলাই পর্যন্ত স্যামসাংয়ের এ ক্যাম্পেইনটিদে ফটোগ্রাফিপ্রেমীরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে পদ্মা সেতু দেখতে এসে বাংলাদেশের গর্বের প্রতীক এ সেতুটির ছবি তোলেন। জমা পড়া ছবিগুলো যাচাই-বাছাই শেষে বর্তমানে বিচারকমণ্ডলীরা বিজয়ীদের নির্বাচিত করছেন। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার অর্জনকারীর হাতে একটি স্যামসাং গ্যালাক্সি এস২২ আলট্রা এবং ২য় থেকে ১০ম স্থান অধিকারীদের প্রত্যেককে একটি করে স্যামসাং গ্যালাক্সি ট্যাব এ তুলে দেয়া হবে। এরই ধারাবাহিকতায় অপুর্ব জুনাইদ গ্যালাক্সি ট্যাবটি জিতে নেন।

উল্লেখ্য যে, অপুর্ব জুনাইদ দেশের আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক এর সন্তান। ছেলের পুরস্কার প্রাপ্তিতে তার মা ও বাবা দুজনেই বেশ উচ্ছ্বসিত। সন্তানের এ সাফল্য সবার সঙ্গে ভাগাভাগি করে নিতে প্রতিমন্ত্রী ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকা সোশ্যাল মিডিয়ায় পোস্টও দিয়েছেন।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *