প্রতিবেদন

স্মার্ট টেকনোলজিসের হাত ধরে বাংলাদেশেই তৈরি হবে অনার স্মার্টফোন

ভূঁইয়া মোহাম্মদ ইমরাদ (তুষার): বাংলাদেশের প্রযুক্তি অঙ্গনে বড়সড় অগ্রগতির ঘোষণা, বিশ্বের শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ড অনার এবার বাংলাদেশে স্মার্টফোন উৎপাদন কারখানা গড়তে আনুষ্ঠানিকভাবে এগিয়ে আসছে। দেশের শীর্ষস্থানীয় বিশ্বখ্যাত প্রযুক্তিপণ্য আমদানীকারক, পরিবেশক ও সেবাদানকারী প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড- এর সঙ্গে একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরের মধ্য দিয়ে হাইটেক পার্কে ‘অনার হাইটেক ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট’ নির্মাণের পথ খুলে গেল।

এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো অনার- এর হাইটেক স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট গড়ে তোলার আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হলো। এই উদ্যোগ শুধু নতুন কারখানা নয়, বরং বাংলাদেশের প্রযুক্তি শিল্পকে জাগিয়ে তোলা একটি মাইলফলক, যার মাধ্যমে দেশে আসছে বহুল প্রত্যাশিত বিনিয়োগ, তৈরি হবে দক্ষ কর্মীবাহিনী এবং সবার জন্য আরও সাশ্রয়ী মূল্যে আন্তর্জাতিক মানের স্মার্টফোন।

বাংলাদেশে তৈরি হবে অনার স্মার্টফোন!
হাইটেক পার্কে নির্মিতব্য এই অত্যাধুনিক কারখানায় অনার- এর জনপ্রিয় স্মার্টফোনগুলোই তৈরি হবে বাংলাদেশের মাটিতে। স্থানীয় বাজারে পাওয়া যাবে আরও প্রতিযোগিতামূলক মূল্যে এবং ‘মেড ইন বাংলাদেশ’ মানের নিশ্চয়তায়। এটি দেশের স্মার্টফোনপ্রেমীদের জন্য নিঃসন্দেহে দারুণ একটি খবর।

হাজারও মানুষের কর্মসংস্থান, তৈরি হবে দক্ষ টেক ওয়ার্কফোর্স
এই উদ্যোগ কেবল ডিভাইস উৎপাদন নয়, এটি বাংলাদেশের তরুণ প্রজন্মের জন্য বিশাল সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে। ইলেকট্রনিক্স অ্যাসেম্বলি, কোয়ালিটি কন্ট্রোল, আধুনিক ম্যানুফ্যাকচারিং টেকনোলজি প্রতিটি ক্ষেত্রেই তরুণরা হাতে–কলমে শিখবে অত্যাধুনিক টেক স্কিল। তৈরি হবে ভবিষ্যতের একটি যোগ্য, দক্ষ ও আন্তর্জাতিকমানের কর্মীবাহিনী। একই সঙ্গে কয়েক হাজার মানুষের জন্য নতুন আয়ের সুযোগ সৃষ্টি হবে।

সাশ্রয়ী মূল্যে বিশ্বমানের অনার ডিভাইস
দেশেই উৎপাদন শুরু হলে অনার তার পণ্যের মূল্য আরও কম রাখতে পারবে। এর ফলে বাংলাদেশের মানুষ বৈশ্বিক মানের স্মার্টফোন হাতের নাগালেই পাবে। এটিই প্রকৃত ডিজিটাল অন্তর্ভুক্তি, যেখানে প্রযুক্তি বিলাসিতা নয়, সবার জন্য সহজলভ্য।

এ প্রসঙ্গে স্মার্ট টেকনোলজিসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, “এটি বাংলাদেশকে ম্যানুফ্যাকচারিং হাবে রূপান্তরের বড় পদক্ষেপ। এই উদ্যোগ বাংলাদেশের প্রযুক্তিখাতে একটি বড় পরিবর্তনের সূচনা করবে। এটি শুধু একটি চুক্তি নয়; বরং দেশকে শক্তিশালী টেক ম্যানুফ্যাকচারিং কেন্দ্রে রূপান্তর করার অঙ্গীকার। সামনে আরও চ্যালেঞ্জ আছে, কিন্তু আমরা প্রস্তুত। এই পথে এগিয়ে যেতে সবার সমর্থনই সবচেয়ে বড় অনুপ্রেরণা।”

বাংলাদেশের প্রযুক্তি শিল্পে শুরু হলো নতুন অধ্যায়
অনার-এর এই বিনিয়োগ স্মার্টফোন বাজারে যেমন ইতিবাচক পরিবর্তন আনবে, তেমনি দেশের টেক ইকোসিস্টেমকে আরও শক্তিশালী করবে। বাংলাদেশের প্রযুক্তিখাতে বড় মাত্রার এই উদ্যোগ কেবল নতুন বিনিয়োগই নয়, বরং দেশের স্মার্টফোন শিল্পকে আঞ্চলিক উৎপাদনকেন্দ্র হিসেবে এগিয়ে নেয়ার সম্ভাবনা তৈরি করবে। বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার একটি সম্ভাবনাময় উৎপাদন কেন্দ্র হিসেবে ওঠে আসছে, এই চুক্তি সেই যাত্রার বড় ভিত্তি।

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *