স্মার্টফোন শিপমেন্টে শীর্ষস্থানে স্যামসাং
ক.বি.ডেস্ক: মার্কেট রিসার্চ ফার্ম ক্যানালিস জানিয়েছে এ বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন শিপমেন্টে বিশ্বের সবচেয়ে বড় স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং। স্যামসাং এর গ্যালাক্সি এ সিরিজের ডিভাইসগুলোর রপ্তানির বৃদ্ধির কারণে ব্র্যান্ডটি এই লক্ষ্য পূরণের সক্ষমতা অর্জন করতে পেরেছে। স্মার্টফোনের বাজারে মন্দা চলা সত্ত্বেও স্যামসাং এর নেতৃত্বের জায়গাটি ধরে রাখতে পেরেছে।
২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী শিপমেন্ট হওয়া ২৭৫ মিলিয়ন স্মার্টফোনের মধ্যে স্যামসাং একাই শিপ করেছে ৬০ মিলিয়ন স্মার্টফোন, যা বিশ্বের স্মার্টফোন বাজারের ২১ শতাংশ। গত বছর বিশ্বের স্মার্টফোন বাজারের স্যামসাংয়ের হিস্যা ছিলো ১৮ শতাংশ। গ্যালাক্সি এস২২ এবং গ্যালাক্সি এ সিরিজের স্মার্টফোনগুলোর বিক্রি বেড়ে যাওয়াতে রপ্তানির এই লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে।