স্বাস্থ্যসেবায় বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব
ক.বি.ডেস্ক: বাংলালিংক মাইবিএল অ্যাপের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগকে আরও বিস্তৃত করতে ক্লিনিকল লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে। বাংলালিংক মাইবিল অ্যাপকে ওয়ান-স্পট সলিউশনে রূপান্তর করছে, যার মাধ্যমে দেশজুড়ে গ্রাহকদের হাতের মুঠোয় থাকা স্মার্টফোনের মাধ্যমে স্বাস্থ্য সেবা সহ বিশ্বমানের অন্যান্য সকল ডিজিটাল সেবার অনন্য অভিজ্ঞতা উপভোগ করবেন।
সম্প্রতি বাংলালিংকের প্রধান কার্যালয় টাইগার’স ডেনে বাংলালিংক ও ক্লিনিকলের মধ্যে এ চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলালিংকের চিফ ডিজিটাল অফিসার গোলাম কিবরিয়া, চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান এবং গ্রোথ অ্যান্ড এনগেজমেন্ট ডিরেক্টর রফিক আহমেদ। ক্লিনিকল লিমিটেডের চিফ অপারেটিং অফিসার পারভেজ আহমেদ ও হেড অব টেকনোলজি শাবা শামস।
এ অংশীদারিত্বের মাধ্যমে, মাইবিএল অ্যাপ ব্যবহারকারীরা ডাক্তারের পরামর্শ, ওষুধ ডেলিভারি, ল্যাবরেটরি পরীক্ষা ও বিমা কাভারেজ সহ বিস্তৃত ডিজিটাল স্বাস্থ্যসেবা সুবিধা উপভোগ করবে। দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল স্বাস্থ্য সেবাদাতা প্রতিষ্ঠান ক্লিনিকল সহজ ও সাশ্রয়ী সাবস্ক্রিপশন প্ল্যানের মাধ্যমে বিশ্বাসযোগ্য ও মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদান করবে, যা মাইবিএল ব্যবহারকারীদের জন্য প্রয়োজনীয় সব স্বাস্থ্যসেবাকে আরও সহজলভ্য করবে।
দূরত্ব, সময় ও ব্যয়ের প্রতিবন্ধকতার কারণে অনেকসময় মানুষ সময়মত চিকিৎসা গ্রহণ করেন না। এ প্রেক্ষাপটে, প্রয়োজনীয় সকল স্বাস্থ্যসেবা একটি নির্দিষ্ট ডিজিটাল প্ল্যাটফর্মে যুক্ত করার মাধ্যমে বাংলালিংক ও ক্লিনিকলের অংশীদারিত্ব মানসম্মত স্বাস্থ্যসেবাকে আরও সুবিধাজনক ও সাশ্রয়ী করে তুলবে।





