সুপারব্র্যান্ডস ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ স্বীকৃতি পেল স্যামসাং টিভি

ক.বি.ডেস্ক: টানা দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডস ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ পুরস্কার পেয়েছে স্যামসাং টিভি। টেলিভিশন তৈরিতে ধারাবাহিক উৎকর্ষের জন্য ব্র্যান্ডটিকে এ স্বীকৃতি দেয়া হয়েছে। দুর্দান্ত ইমেজ, অধিকতর উজ্জ্বল ডিসপ্লে ও সিনেমা-গ্রেড নিখুঁত রঙের সমন্বয়ের কারণে বিশ্বব্যাপী সমাদৃত স্যামসাংয়ের টিভি। ব্র্যান্ডটি এআই প্রযুক্তি স্মার্ট টিভির অভিজ্ঞতায় এনেছে আমূল পরিবর্তন।
গতকাল শনিবার (২০ সেপ্টম্বর) রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক গালা ইভেন্টে এ স্বীকৃতি প্রদান করা হয়।
অত্যাধুনিক প্রযুক্তি ও সৃষ্টিশীল ভাবনার সমন্বয়ে টেলিভিশন তৈরির অভিজ্ঞতার কারণে বাংলাদেশের গ্রাহকদের কাছে বর্তমানে স্যামসাং টিভি রয়েছে শীর্ষে। গ্রাহক জনপ্রিয়তার কারণেই টানা ১৯ বছর ধরে বৈশ্বিক টিভি বাজারে শীর্ষস্থান ধরে রেখেছে স্যামসাং। এই জনপ্রিয়তা ও সাফল্যের ধারাবাহিকতায় দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডসের ‘বেস্ট টিভি ব্র্যান্ড’ স্বীকৃতি লাভ করেছে ব্র্যান্ডটি।
ব্র্যান্ড মূল্যায়নকারী প্রতিষ্ঠান সুপারব্র্যান্ডস বিশ্বব্যাপী ৯০টি দেশে কাজ করে যাচ্ছে। ১৯৯৪ সালে যাত্রার পর থেকে ব্র্যান্ড সাফল্যের প্রতীকে পরিণত হয়েছে সুপারব্র্যান্ডস। বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিশেষজ্ঞ ও স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত প্যানেল জটিল যাচাই-বাছাই প্রক্রিয়ার মধ্য দিয়ে সুপারব্র্যান্ডগুলোকে নির্বাচিত করে। গালা ইভেন্টে পরের দুই বছরের জন্য সুপারব্র্যান্ডসের প্রকাশনা উন্মোচন করা হয়।